Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫,   আষাঢ় ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৫, ১৬ নভেম্বর ২০২১
আপডেট: ১৫:৫৪, ১৬ নভেম্বর ২০২১

তাহিরপুরে হারানো বিড়াল লিওকে খুঁজে পেলেন জার্মান নারী জুলিয়া

প্রিয় বিড়াল লিও`র সাথে জুলিয়া ওয়াসিমান

প্রিয় বিড়াল লিও`র সাথে জুলিয়া ওয়াসিমান

জার্মান নারী জুলিয়া ওয়াসিমান। দেড়মাস আগে এসেছিলেন তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে। সাথে ছিল জুলিয়ার প্রিয় বিড়াল লিও। কিন্তু ফেরার পথে হারিয়ে যায় প্রিয় বিড়ালটি। 

লিওকে খুঁজতে একটি ভাড়া বাড়িতে দেড় মাস অবস্থান করেন জুলিয়া। এলাকায় মাইকিং করিয়েছেন, দিন রাত খুঁজেছেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। ফলে হতাশা নিয়ে রোববার (১৪ নভেম্বর) দেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা যান জুলিয়া। 

এদিকে সোমবার রাতে হঠাৎ বিড়ালটিকে খুঁজে পাওয়া যায়। এই খবর পেয়ে ফ্লাইট বাতিল করে জুলিয়া চলে আসেন সুনামগঞ্জে। ফিরে পান নিজের প্রিয় পোষা প্রাণীকে। 

আরও পড়ুন : মৌলভীবাজার সদর ইউপি নির্বাচন: নৌকার মাঝি হতে চান ৪৬ জন

জানা গেছে, লিওকে ধরার সময় রতন রায় নামে এক যুবক আহত হয়েছেন। তার হাতে কামড় দেয় বিড়ালটি। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিনি তাহিরপুর উপজেলা সদরের মধ্য তাহিরপুর গ্রামের রনধীর রায়ের ছেলে। 

শুক্রবার তাহিরপুরে হারিয়ে যাওয়া পোষা বিড়ালটির সন্ধান চেয়ে অটোরিকশা দিয়ে মাইকিং করা হয়। মাইকে পোষা বিড়াল লিওর ডাক ও জার্মান নারী জুলিয়া ওয়াসিমানের রেকর্ড করা কথাও শুনানো হয়। যেন বিড়ালটি পেতে সহজ হয়।

আরও পড়ুন : দাখিল পরীক্ষা : কুলাউড়ায় প্রশ্নপত্র দিতে বিলম্বের অভিযোগ

এ থেকেই বিড়ালটিকে হন্যে হয়ে খুঁজছিলেন রতন রায়। এ বিষয়ে রতন বলেন, একজন বিদেশি নাগরিকের আদরের বিড়ালটিকে ধরতে পারায় খুবই ভালো লাগছে। 

সবশেষ পাওয়া তথ্যমতে, প্রিয় বিড়াল লিওকে নিয়ে ঢাকায় ফিরেছেন জুলিয়া ওয়াসিমান। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়