নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজারে ৭ জনের মনোনয়ন বৈধ, একজনের স্থগিত
জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাইয়ে জেলা রিটার্নিং অফিসার ও প্রার্থীরা। ছবি- আই নিউজ
মৌলভীবাজারে আজ উপজেলা নির্বাচনে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়ন যাচাই-বাছাই করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এতে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনে মনোনয়ন দাখিল করা ৮ প্রার্থীর মধ্যে একজন বাদে বাকি সবার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই শেষে এসব তথ্য জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার মো. আব্দুস সালাম চৌধুরী।
যাচাই-বাছাইয়ে চেয়ারম্যান পদে কামাল হোসেনের মনোনয়ন বৈধ ও অপর প্রার্থী মো. তাজুল ইসলাম তাজের মামলা সংক্রান্ত জটিলতা থাকায় মনোনয়ন স্থগিত ঘোষণা করেন, পরে বিকেলে যাচাই-বাছাই করে মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন।
মনোনয়ন যাচাই-বাছাইয়ে প্রার্থীতা অবৈধ ঘোষিত হয়েছে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী আব্দুল আজিজ। ঋণ খেলাপি থাকায় আব্দুল আজিজের প্রার্থিতা স্থগিত বলে ঘোষণা করা হয়েছে। ভাইস চেয়ারম্যান পদে অন্য বৈধ প্রার্থীরা হলেন- মো. তুষার আহমেদ, শাহ সিতার আহমেদ, অমিত হাসান সাজু, আমিরুল ইসলাম চৌধুরী।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. শাহীন রহমানকে একক প্রার্থী হিসেবে বৈধ ঘোষণা করা হয়।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’