Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৯:৩৭, ২৩ এপ্রিল ২০২৪

মৌলভীবাজারে ৭ জনের মনোনয়ন বৈধ, একজনের স্থগিত 

জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাইয়ে জেলা রিটার্নিং অফিসার ও প্রার্থীরা। ছবি- আই নিউজ

জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাইয়ে জেলা রিটার্নিং অফিসার ও প্রার্থীরা। ছবি- আই নিউজ

মৌলভীবাজারে আজ উপজেলা নির্বাচনে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়ন যাচাই-বাছাই করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এতে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনে মনোনয়ন দাখিল করা ৮ প্রার্থীর মধ্যে একজন বাদে বাকি সবার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই শেষে এসব তথ্য জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার মো. আব্দুস সালাম চৌধুরী। 

যাচাই-বাছাইয়ে চেয়ারম্যান পদে কামাল হোসেনের মনোনয়ন বৈধ ও অপর প্রার্থী মো. তাজুল ইসলাম তাজের মামলা সংক্রান্ত জটিলতা থাকায় মনোনয়ন স্থগিত ঘোষণা করেন, পরে বিকেলে যাচাই-বাছাই করে মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন।

মনোনয়ন যাচাই-বাছাইয়ে প্রার্থীতা অবৈধ ঘোষিত হয়েছে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী আব্দুল আজিজ। ঋণ খেলাপি থাকায় আব্দুল আজিজের প্রার্থিতা স্থগিত বলে ঘোষণা করা হয়েছে। ভাইস চেয়ারম্যান পদে অন্য বৈধ প্রার্থীরা হলেন- মো. তুষার আহমেদ, শাহ সিতার আহমেদ, অমিত হাসান সাজু, আমিরুল ইসলাম চৌধুরী। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. শাহীন রহমানকে একক প্রার্থী হিসেবে বৈধ ঘোষণা করা হয়।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়