মৌলভীবাজার প্রতিনিধি
কাউয়াদিঘী হাওর রক্ষা আন্দোলনের উদ্যোগে রাজনগরে ত্রাণ বিতরণ

ছবি- আই নিউজ
কাউয়াদিঘী হাওর রক্ষা আন্দোলন কমিটির উদ্যোগে মৌলভীবাজারে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সিলেটে ঘনঘন বন্যার জন্য সরকারের অপরিকল্পিত উন্নয়নের সমালোচনা করেছেন হাওর রক্ষা আন্দোলনের নেতারা।
মঙ্গলবার (২৫ জুন) রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের সিরাজ মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া উনিশটি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে কাউয়াদিঘী হাওর রক্ষা আন্দোলন কমিটি।
ত্রাণ বিতরণ শেষে বক্তারা বলেন, সিলেট বিভাগের চারটি জেলায় ঘন ঘন বন্যার কারণ অপরিকল্পিত উন্নয়ন। দিনে দিনে এখন এ জনপদের জন্য মরন ফাঁদে পরিণত হচ্ছে এসব উন্নয়নের নামে পরিবেশ ধ্বংসের কার্যক্রম। নদী দখল- ভরাট, হাওরের পানি প্রবাহে বাধার সৃষ্টি করে অপরিকল্পিত রাস্তাঘাট নির্মাণ ও বনাঞ্চল উজার করার পরিণতি ভোগ করছেন অসহায় সাধারণ মানুষ।
তারা বলেন, অপকর্ম করে প্রভাবশালীরা, আর কষ্ট ভোগ করছেন সাধারণ মানুষ। এর জন্য পরিপূর্ণ দায়ী স্বাধীনতা পরবর্তী শাসকগোষ্ঠী এবং এদেশীয় লুটেরা শ্রেণি। এখন সময় এসেছে সর্বস্তরে জনসচেতনতা সৃষ্টি করা, হাওর নদী, বনাঞ্চল ও টিলা রক্ষা করা। লুটেরা শ্রেনির প্রকৃতি বিনাশী সকল কর্মকাণ্ড প্রতিরোধ করতে হবে।
এসময় তারা হাওর কাউয়াদিঘীতে যে কোন ধরনের শিল্পকর্ম স্থাপনে, হাওর ভরাটে বাঁধা দিতে হবে বলে দাবী জানান।
এ সময় উপস্থিত ছিলেন হাওর রক্ষা আন্দোলনের সদস্য সচিব খছরু চৌধুরী, উপজেলা স্বাস্থ্যবিভাগের আব্দুল মালিক, রাজনগর উপজেলা হাওর রক্ষা আন্দোলনের নেতা মো. ছমির মিয়া, বিপ্লব ধর ও সাজু মিয়া প্রমুখ।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার