Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৭ জানুয়ারি ২০২৬,   মাঘ ৩ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩০, ১৬ জানুয়ারি ২০২৬

মৌলভীবাজারে বৈষম্যহীন ৯ম পে-স্কেলের দাবিতে প্রতীকী অনশন

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

বৈষম্যহীন ৯ম পে-স্কেল প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়েছে।

দাবী আদায় ঐক্য পরিষদ এবং সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত সংগঠনের ডাকে এ কর্মসূচি পালিত হয়। তাদের এক দফা দাবির মধ্যে রয়েছে- ১:৪ অনুপাতে ১২টি গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণ, দ্রুত সময়ের মধ্যে পে-স্কেলের গেজেট প্রকাশ এবং আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে নতুন পে-স্কেল কার্যকর করা।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম এবং পৌর কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এ প্রতীকী অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা বৈষম্যের শিকার হয়ে আসছেন। ন্যায্য বেতন কাঠামো ও সম্মানজনক জীবনযাপনের নিশ্চয়তা দিতে দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন করা জরুরি।”

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়