Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫,   ভাদ্র ৮ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৮, ৬ জানুয়ারি ২০২২

জামানত হারালেন ঝুমন দাশ

ঝুমন দাশ

ঝুমন দাশ

হেফাজত ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৬ মাস জেল খাটা সেই ঝুমন দাশ চেয়ারম্যান পদে নির্বাচন করে জামানত হারিয়েছেন।

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেন তিনি। 

ভোটের লড়াইয়ে ঝুমন হেরেছেন বড় ব্যবধানে। তিনি বিজয়ী প্রার্থী থেকে ৬৫৯০ ভোট কম পেয়েছেন।

আরও পড়ুন- ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

হবিবপুর ইউনিয়নে জিতেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সুবল চন্দ্র দাস। আনারস প্রতীকে ৭ হাজার ৫৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত রঞ্জিত দাস পেয়েছেন ৭ হাজার ১৪৩ ভোট।

সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার জানান, হবিবপুর ইউনিয়নে মোট ভোট কাস্ট হয়েছে ১৬ হাজার ৪২৬ টি। এরমধ্যে ঝুমন দাশ পেয়েছেন ৯৬৮ ভোট। নিজের কেন্দ্রেও নৌকার কাছে হেরেছেন ঝুমন। 

আরও পড়ুন- এবাদতের গ্রামের বাড়িতে বইছে আনন্দের বন্যা

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বিধি অনুযায়ী মোট কাস্টিং ভোটের আটভাগের একভাগ কোনো প্রার্থী না পেলে তার জামানত বাজেয়াপ্ত করা হয়। সেই অনুযায়ী জামানত হারালেন ঝুমন দাশ। 

আইনিউজ/এম.আর/এসডিপি 

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারে মশার `কামান`

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

ঘোড়দৌড় : সিলেট বিভাগের সব তেজি ঘোড়া এসেছিল এই মাঠে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ