Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৮ অক্টোবর ২০২৫,   কার্তিক ১৩ ১৪৩২

রাজন চন্দ

প্রকাশিত: ২১:৩৪, ১৭ জানুয়ারি ২০২২

বিএনপি নেতাদের নিয়ে নৌকার মনোনয়ন জমা, আ’লীগে ক্ষোভ

তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল খয়ের বিএনপির দুই শীর্ষ নেতাকে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। 

শনিবার (১৪ জানুয়ারি)  সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আবুল খায়ের উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিজিল মিয়া ও উত্তর শ্রীপুর ইউনিয়ন কৃষক দল সভাপতি শামছু মিয়াকে সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।

আরও পড়ুন- নৌকার মনোনয়ন পেলেন জামায়াত নেতার ভাগিনা!

আওয়ামী লীগের নৌকার প্রার্থী আবুল খায়ের বিএনপির দুই শীর্ষ নেতাকে সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র দাখিলের একটি ছবি প্রকাশ হলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। অপরদিকে উপজেলা আওয়ামী লীগ ও উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। 

উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থী আবুল খয়ের বিএনপির দুই নেতাকে নিয়ে মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি দেখে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।  দলের নেতাকর্মীদের পাশ কাটিয়ে বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করায় স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের অনেকেই নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছে।  

আরও পড়ুন- জামায়াত পরিবারে নৌকা : আওয়ামী লীগের বর্ষীয়ান নেতার হতাশা

তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান বলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকার একজন প্রার্থী কিভাবে বিএনপি নেতাদের নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন বিষয়টি আমার বোধগম্য নয়। এ বিষয় নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আইনিউজ/রাজন চন্দ/এসডিপি 

আইনিউজ ভিডিও

ওমিক্রন ঠেকাতে মাস্ক বিতরণে মাঠে ডিসি ও মেয়র 

ঘোড়দৌড় : সিলেট বিভাগের সব তেজি ঘোড়া এসেছিল এই মাঠে

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়