তাহিরপুর প্রতিনিধি
আপডেট: ১৮:৪১, ৭ জানুয়ারি ২০২২
নৌকার মনোনয়ন পেলেন জামায়াত নেতার ভাগিনা!

আবুল খায়ের
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পেলেন জামায়াতের সক্রিয় নেতার ভাগ্নে আবুল খায়ের। নৌকার প্রার্থীতা ঘোষণার পরপরই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী এমন অভিযোগ তুলে অনতিবিলম্বে আবুল খায়ের এর প্রার্থীতা বাতিলের দাবি জানান স্থানীয় নেতাকর্মীরা।
ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযোগ, জামায়াতের সক্রিয় নেতা মাওলানা সামছুজ্জামান ও সিলেট কৃষক দলের আহবায়ক নুরুজ্জামান এর আপন ভাগিনা আবুল খায়ের।
আরও পড়ুন- শ্রীমঙ্গলে তিন চেয়ারম্যান প্রার্থীর হ্যাট্টিক জয়
শুক্রবার (৭ জানুয়ারি) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাহিরপুর উপজেলার নৌকার প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
সক্রিয় জামায়াত নেতার ভাগিনার নাম ঘোষণার পরপরই উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
আরও পড়ুন- এবাদতের গ্রামের বাড়িতে বইছে আনন্দের বন্যা
শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বলেন, নৌকার প্রার্থী আবুল খায়ের সক্রিয় জামায়াত নেতার ভাগিনা। আমরা আওয়ামী লীগের নিবেদিত কর্মীরা তাকে মেনে নিতে পারবো না।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলী মেম্বার জানান, নৌকার প্রার্থী হিসেবে আবুল খায়ের এর নাম ঘোষণার পর থেকেই নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনতিবিলম্বে তার মনোনয়ন বাতিল না করলে এ ইউনিয়নে নৌকার ভরাডুবি হবে।
আরও পড়ুন- তিন চাকার প্যাডেলেই চলেছে জীবন
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন বলেন, তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের ঘাটি হিসেবে পরিচিত। কিন্তু নৌকার প্রার্থীতা ঘোষণার পরপরই এ ইউনিয়নে আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আইনিউজ/রাজন চন্দ/এসডিপি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারে মশার `কামান`
গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি
ঘোড়দৌড় : সিলেট বিভাগের সব তেজি ঘোড়া এসেছিল এই মাঠে
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি