শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ১৭:৫৯, ৬ জানুয়ারি ২০২২
শ্রীমঙ্গলে তিন চেয়ারম্যান প্রার্থীর হ্যাট্টিক জয়

রনেন্দ্র প্রসাদ বর্ধন, প্রাণেশ গোয়ালা, বিজয় বুনার্জী
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিন চেয়ারম্যান প্রার্থী হ্যাট্টিক করেছেন। নৌকা প্রতিক নিয়ে বিজয়ী এই চেয়ারম্যানরা হলেন আশিদ্রোন ইউনিয়নের রনেন্দ্র প্রসাদ বর্ধন, কালিঘাট ইউনিয়নের প্রাণেশ গোয়ালা, রাজঘাট ইউনিয়নের বিজয় বুনার্জী। বিজয় বুনার্জী এই নিয়ে ৪ বার চেয়ারম্যান হলেন।
জানা যায়, আশিদ্রোন ইউনিয়নে রনেন্দ্র প্রসাদ বর্ধন ২০১১ সালে প্রথম বারের মতো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এরপর দলীয় প্রতিক নৌকা মার্কা নিয়ে ২০১৬ সালে বিজয়ী হয়েছিলেন।
কালিঘাট ইউনিয়নে প্রানেশ গোয়ালা ২০১১ সালে প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এরপর দলীয় প্রতিক নৌকা মার্কা নিয়ে ২০১৬ সালে বিজয়ী হয়েছিলেন।
আরও পড়ুন- মৌলভীবাজারে মৃদু শৈত্য প্রবাহ, দিনের বেলা যানবাহন চলে হেডলাইট জ্বালিয়ে
রাজঘাট ইউনিয়নে বিজয় বুনার্জী এই নিয়ে ৪ বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রথম বার ১৯৮৮ সালে তিনি চেয়ারম্যান হন। পরের বার চেয়ারম্যান হতে না পারলেও ২০১১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি টানা তৃতীয়বার নির্বাচিত হয়েছেন তিনি।
গতকাল বুধবার রাতে শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কার্যালয়ের বেসরকারি উপজেলার ৯টি ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার তপন জ্যোতি অসীম।
ফলাফলে দেখা যায়, মির্জাপুর ইউনিয়নে মিছলু আহমেদ চৌধুরী আওয়ামী লীগ বিদ্রোহী হয়ে ঘোড়া প্রতীক নিয়ে ৫৭৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অপূর্ব চন্দ্র দেব নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৬১৬ ভোট।
আরও পড়ুন- এবাদতের গ্রামের বাড়িতে বইছে আনন্দের বন্যা
ভূনবীর ইউনিয়নে আব্দুর রশিদ তালুকদার নৌকা প্রতীক নিয়ে ৮০৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এম ইদ্রিস আলী (ঘোড়া) প্রতীকে ৬১১৪ ভোট পেয়েছেন।
শ্রীমঙ্গল সদর ইউনিয়নে মো. দুধু মিয়া স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে ১০৯৩২ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবু তালেব বাদশা নৌকা নিয়ে পেয়েছেন ৮১৩১ ভোট।
সিন্দুরখাঁন ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী ইয়াছিন আরাফাত রবিন ঘোড়া) প্রতীক নিয়ে ৭৭৩৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল্লাহ আল হেলাল নৌকা প্রতীক নিয়ে ৭১৪৯ ভোট পেয়েছেন।
আরও পড়ুন- তিন চাকার প্যাডেলেই চলেছে জীবন
কালাপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা এম এ মতলিব নৌকা প্রতীক নিয়ে ৬১৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ ফজলুর রহমান ফজলু ঘোড়া প্রতীক নিয়ে ৫০৫১ ভোট পেয়েছেন।
আশিদ্রোন ইউনিয়নে রনেন্দ্র প্রসাদ বর্ধন নৌকা প্রতীক নিয়ে ১০৪৩৪ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. তাজ উদ্দীন আনারস প্রতীকে ৭২২৬ টি ভোট পেয়েছেন।
রাজঘাট ইউনিয়নে বিজয় বুনার্জী নৌকা প্রতীক নিয়ে ১১,২৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধীমান চন্দ্র বসাক আনারস প্রতীকে ১৬৮৩ ভোট পেয়েছেন।
কালীঘাট ইউনিয়নে প্রানেশ গোয়ালা নৌকা প্রতীক নিয়ে ৬৯৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিজয় হাজরা আনারস প্রতীকে ৩৮৭১ টি ভোট পেয়েছেন।
সাতগাঁও ইউনিয়নে দেবাশীষ দেব রাখু নৌকা প্রতীক নিয়ে ৪১৭৭টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মিলন শীল আনারস প্রতীকে ২৭৮২ ভোট পেয়েছেন।
আইনিউজ/সাজু মারছিয়াং/এসডিপি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারে মশার `কামান`
গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি
ঘোড়দৌড় : সিলেট বিভাগের সব তেজি ঘোড়া এসেছিল এই মাঠে
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা