Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫,   ভাদ্র ৮ ১৪৩২

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৬, ২৯ জানুয়ারি ২০২২
আপডেট: ১৬:২৭, ২৯ জানুয়ারি ২০২২

বাদাঘাট ইউপি নির্বাচন

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নিজাম-আপ্তাবের হাড্ডাহাড্ডি লড়াই

তাহিরপুর উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীদের সকল প্রকার নির্বাচনী প্রচার-প্রচারণায় জমে উঠেছে স্থানীয় হাটবাজার ও গ্রামগুলো। আসছে  আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দীর্ঘদিনের প্রত্যাশিত তাহিরপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন।

নির্বাচনের এক সপ্তাহ সময় বাকি থাকলেও ভোটারদের মাঝে ইতোমধ্যেই হার-জিত নিয়ে চলছে ব্যাপক আলোচনা। সর্বশেষ কে নির্বাচিত হবেন এ নিয়ে পাড়া মহল্লা ও ছোট ছোট চায়ের দোকানে চলছে নানান হিসাব-নিকাশ। 

এদিকে তাহিরপুর উপজেলার সাত ইউনিয়নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচনায় শীর্ষে রয়েছে বাদাঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচন। 

বাদাঘাট ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৩ শত ৪ জন। এ ইউনিয়নে মোট ১২ টি কেন্দ্র রয়েছে। 

আরও পড়ুন- নৌকার মনোনয়ন পেলেন জামায়াত নেতার ভাগিনা!

আলোচনায় শীর্ষে থাকা বাদাঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৭ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে সুজাত মিয়া ( নৌকা), নিজাম উদ্দিন (ঘোড়া), আপ্তাব উদ্দিন (আনারস), বোরহান উদ্দিন ( টেবিল ফ্যান), গোলাম রব্বানী (মোটরসাইকেল), সালমান আহমেদ সুজন (হাতপাখা), সোহাগ মিয়া( চশমা)।  

সরেজমিনে বাদাঘাট ইউনিয়নের ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়,  ৭ জন চেয়ারম্যান প্রার্থী হলেও তাদের মধ্যে ডামি প্রার্থী রয়েছেন ৪ জন। নির্বাচনী প্রচারণায় রয়েছেন ৩ জন। 

তৃণমূল ভোটারদের তথ্য অনুযায়ী, বাদাঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ২ বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন (ঘোড়া) ও আপ্তাব উদ্দিন (আনারস) এই দুই প্রার্থীর মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। অপরদিকে নৌকার প্রার্থী সুজাত মিয়া মনোনয়ন পাওয়ার পর থেকেই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় আলোচনায় নেই। তবে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থীর মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই শেষে চেয়ারম্যান নির্বাচিত হবেন। 

আরও পড়ুন- জামায়াত পরিবারে নৌকা : আওয়ামী লীগের বর্ষীয়ান নেতার হতাশা

বাদাঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ করার লক্ষ্যে  আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। 

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো . রায়হান কবির বলেন, আমরা ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করছি। সেই সব কেন্দ্রে নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ভূমিকা পালন করবে। নির্বাচন শতভাগই সুষ্ঠু এবং পরিচ্ছন্ন হবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। 

আইনিউজ/রাজন চন্দ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

১৮ মাসের বকেয়া বেতনের দাবিতে শিক্ষক মানববন্ধন

বাউল পরিচয়ে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন সিরিয়াল কিলার খ্যাত দুর্ধর্ষ ‘সেলিম ফকির’

হাজারো মহিষ ওঠে এই বাজারে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ