Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫,   ভাদ্র ৭ ১৪৩২

জগন্নাথপুর সংবাদদাতা:

প্রকাশিত: ২১:১২, ২২ মে ২০২২

সুনামগঞ্জে বন্যায় ৬২ স্কুলে পাঠদান বন্ধ


সুনামগঞ্জের জগন্নাথপুরে ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে নদ-নদী ও হাওরে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে নতুন নতুন এলাকায় পানি উঠছে। এ পর্যন্ত পানি উঠে যাওয়ায় ৬২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে।

এমতাবস্থায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জরুরীসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, পাটলি ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া, মিরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, আশারকান্দি ইউপি চেয়ারম্যান আইয়ূব খান, পাইলগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা.শায়খুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, রাণীগঞ্জ ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি সুন্দর আলী প্রমূখ।

সভায় পৌরসভার প্যানেল মেয়র ও সকল ইউপি চেয়ারম্যানগণ নিজ পৌরসভা এবং ইউনিয়নের বন্যা পরিস্থিতি তুলে ধরেন। সকল সরকারি কর্মকর্তাগণ পরিস্থিতি মোকাবেলায় নিজ অবস্থান থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এর মধ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস সভায় জানান, জগন্নাথপুর উপজেলার ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে পানি উঠে যাওয়ায় ৬২টি বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে। সভায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকার এর পাশাপাশি সবার সমন্বিত প্রচেষ্টায় এগিয়ে আসার আহবান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম।

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ