সুনামগঞ্জ প্রতিনিধি:
আপডেট: ১৮:৩১, ২৫ মে ২০২২
বন্যায় ব্যাপক ক্ষতি কৃষিখাতে, ক্ষতির পরিমাণ বাড়ার আশঙ্কা

সুনামগঞ্জে বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে কৃষিখাতে। বন্যার কারণে সুনামগঞ্জে ক্ষতির পরিমাণ ৩০০ কোটি টাকার বেশি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে পানি পুরোপুরি নেমে যাওয়ার পর এ ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
সুনামগঞ্জ কৃষি বিভাগের হিসাবমতে, বন্যায় তলিয়ে যাওয়া ধানের মূল্য প্রায় ১৩ কোটি টাকা। তবে কৃষকরা বলছেন পানির নীচে ধান বেশীদিন থাকায় নষ্ট হয়ে গেছে। কৃষি কর্মকর্তারা বলছেন, পাকা ধান তলিয়েছে। এর মধ্যে দ্রæত পানি সরে যাওয়ায় কিছু জমির ধান কৃষকেরা কেটেছেন।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এবারের বন্যায় ১ হাজার ৩১০টি পুকুরের মাছ ও পোনা ভেসে গেছে। এসব পুকুরে ১৬৮ মেট্রিক টন মাছ ও ৫০ মেট্রিক টন পোনা ছিল। ক্ষতির পরিমাণ ৩ কোটি টাকা।
জেলা মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডল জানান, পাহাড়ি ঢলে খামারিদের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত খামারিদের একটা তালিকা করেছি। তাদের প্রণোদনা দেবার ব্যাপারে মন্ত্রণালয়কে অবগত করেছি। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গ্রামীণ রাস্তাঘাটের। একটি সেতু ও ৩টি কালভার্ট ধ্বসে গেছে। জেলার প্রায় ২৭২ কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে। টাকার অংকে প্রায় ৯০ কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)। জেলার ২৩৭টি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত ক্ষতি হয়েছে। প্রায় ৮৮ লাখ ক্ষতি হয়েছে বলে জানালেন জেলা প্রাথমিক অফিসার এস এম আব্দুর রহমান। ১ হাজার নলকূপ তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। সেখানে পানি জীবানুমুক্ত করতে বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ অব্যাহত রয়েছে বলে জানালেন প্রকৌশলী আবুল কাশেম।
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার