Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫,   ভাদ্র ৭ ১৪৩২

জগন্নাথপুর সংবাদদাতা:

প্রকাশিত: ২০:২১, ২৫ মে ২০২২
আপডেট: ২০:২২, ২৫ মে ২০২২

পানি কমতে শুরু করেছে জগন্নাথপুরে, জনমনে কিছুটা স্বস্তি

জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বুধবার থেকে পানি কমতে শুরু করেছে বলে স্থানীয়রা জানান। এতে পানিবন্দি জনমনে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে।

জানা গেছে, গত কয়েক দিনের ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে নদনদী ও হাওরে পানি বেড়ে যায়। এতে অনেক রাস্তাঘাট, হাটবাজার ও ঘরবাড়িতে পানি উঠেছে। বাড়িতে পানি উঠে যাওয়ায় নিরুপায় হয়ে অনেক পানিবন্দি মানুষ নিরাপদ আশ্রয়ে পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন। অনেকে নিজ ঘরে জীবনের ঝুঁকি নিয়ে অবস্থান করেন। অনেক স্থানে মৎস্য ফিসারি তলিয়ে চাষ মাছ বেরিয়ে গেছে। নিচু এলাকার হাটবাজারে পানি উঠে যাওয়ায় পানিবন্দি মানুষ নৌকাযোগে চলাচল করছেন।

যদিও পরিস্থিতি মোকাবেলায় তৎপর হয়ে উঠেছেন জগন্নাথপুর উপজেলা প্রশাসন। জনপ্রতিনিধিসহ সকলের সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নেয়া হয়। এরই অংশ হিসেবে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি ভাবে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ