সুনামগঞ্জ প্রতিনিধি:
এখানে প্রতিদিন বসে ‘শ্রমের হাট’

সুনামগঞ্জ পৌর শহরের কালিবাড়ী মোড়ে প্রতিদিন বসে শ্রমের হাট। সাত সকালেই শত শত নারী-পুরুষ এসে এখানে ভীড় জমান। এরা শ্রম বিক্রি করে সংসার চালায়। বেশীরভাগ শ্রমিকই গ্রাম থেকে আসেন এখানে। আগের চেয়ে শ্রমিকের সংখ্যা এখন অনেক বেশী। হাওরে খোরাকীর অভাব হওয়ায় দিন দিন শ্রমের হাটে সংখ্যা বাড়ছে।
ভোরবেলা কালিবাড়ী মোড়ে গিয়ে দেখা যায় কারও হাতে দা-কোদাল, উড়াসহ বিভিন্ন কাজের সামগ্রী নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন। তারা অপেক্ষমান থাকেন কেউ এসে রোজ হিসেবে কাজে নেয় কিনা। এদিক ওদিক ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন সামনে আসা লোকজনের দিকে। সেখানে বয়স্ক একব্যক্তি এসেছেন গৌরারং ইউনিয়ন থেকে।
তিনি জানালেন, আমার চার ছেলে ও এক মেয়ে পড়াশুনা করে। দিন শেষে ৪/৫শত টাকা কামাই হলে বাড়ি ফিরি। ঘরের লোকজন অপেক্ষায় থাকেন কখন চাল-ডাল নিয়ে বাড়ি ফিরি। এভাবেই চলছে তার সংসার। শহরতলির সুলতানপুরের আব্দুল কদ্দুছ জানান, বানের পানিতে ঘর নষ্ট হয়ে গেছে। ফসলও পাইনি। ঘরে খাবার নেই। তাই রোজ এখানে আসি। সন্ধ্যা হলেই ৫/৬ শত টাকার সওদাপাতি নিয়ে বাড়ি ফিরি।
দোয়ারাবাজারের আমবাড়ি থেকে শ্রম বিক্রি করতে এখানে এসেছেন আমেনা বেগম নামে এক মহিলা। তিনি বলেন ঘরে খাবার নেই। স্বামী অসুস্থ। আমার উপর নির্ভর করে সংসার চলে। কোন দিন কাজ পাই, কোনদিন পাইনা। কাজ না পেলে মন খারাপ করে বাড়ি ফিরি। এভাবেই শ্রমিকরা তাদের অবর্ণনীয় কষ্টের কথা তুলে ধরলেন এ প্রতিবেদকের কাছে।
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার