Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫,   ভাদ্র ৭ ১৪৩২

দোয়ারাবাজার প্রতিনিধি:

প্রকাশিত: ১৬:৩৯, ১৫ জুন ২০২২

সুনামগঞ্জে হাওরের পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় স্কুলে যাবার পথে হাওরের পানিতে নৌকা ডুবে ভাই বোনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুন) সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৯ নং সুরমা ইউনিয়নের গুজাউরা হাওরে এ ঘটনা ঘটে। তাদের ভাইবোনের নাম নিহত সৌরভ (১০) ও তামান্না (১৫)। সুরমা ইউনিয়নের বাসিন্দা ময়না মিয়ার ছেলে মেয়ে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিহত সৌরভ ও তার আপন বড় বোন তামান্না গুজাউরা হাওর দিয়ে ছোট নৌকা করে স্কুলে যাচ্ছিল। হঠাৎ হাওরে ঢেউ উঠলে নৌকাটি উল্টে ডুবে যায়। সৌরভ ও তামান্না পানিতে পড়ে নিখোঁজ হয়ে যায়। দোয়ারাবাজার থানা পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় পরে হাওর থেকে সৌরভ ও তামান্নার মরদেহ উদ্ধার করে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীতে তীব্র স্রোত থাকায় চিলা নদীতে নৌকা উল্টে ভাই ও বোন নিখোঁজ হয়েছিল। পরে ভাই বোনের লাশ উদ্ধার করা হয়েছে।

আইনিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ