Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫,   ভাদ্র ৭ ১৪৩২

রাজন চন্দ, তাহিরপুর

প্রকাশিত: ১৪:২৫, ২৪ জুন ২০২২

বন্যার পানিতে পল্লী সঞ্চয় ব্যাংকের ঋণ নথি নষ্ট

বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে পল্লী সঞ্চয় ব্যাংক তাহিরপুর উপজেলা শাখার বিভিন্ন প্রকল্পে বিনিয়োগকৃত ঋণের অফিসে থাকা সংরক্ষিত ঋণ নথি। 

পল্লী সঞ্চয় ব্যাংক অফিস সূত্রে জানা যায়, চলতি মাসের ১৭ জুন পর্যন্ত প্রতিদিনের মতো অফিসের কার্যক্রম চলে। পরদিন ১৮ জুন রাত থেকে বন্যার পানি অতিরিক্ত বৃদ্ধি পেয়ে তাহিরপুর উপজেলা পরিষদের বিভিন্ন অফিস পানিতে তলিয়ে যায়। এতে পল্লী সঞ্চয় ব্যাংক তাহিরপুর শাখার অফিসেও পানি প্রবেশ করে। আর অফিসে সংরক্ষিত থাকা বিভিন্ন ঋণ নথি পানিতে নষ্ট হয়ে যায় । 

পল্লী সঞ্চয় ব্যাংক তাহিরপুর উপজেলা শাখার ব্যাবস্থাপক মনোললাল রায় জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নে সমবায় সমিতির তাদের সঞ্চয় ও অর্জিত লেনদেন ও রক্ষণাবেক্ষণের জন্য ঋণ ও অগ্রিম প্রদান এবং বিনিয়োগের ৮০ শতাংশ কাগজপত্র ও ঋণ নথি বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে। 

আইনিউজ/রাজন চন্দ/এসডিপি

আইনিউজ ভিডিও

পানির নীচে মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী সড়ক

নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী 

মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ