Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১১ মে ২০২৫,   বৈশাখ ২৮ ১৪৩২

কামরুল হাসান শাওন

প্রকাশিত: ২৩:৫৬, ২৭ জুন ২০২২
আপডেট: ০০:০০, ২৮ জুন ২০২২

সুনামগঞ্জের পানিবন্দি মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে উই ফর বাংলাদেশ

বন্যার পানিতে ভাসছে সুনামগঞ্জ জেলা। হাট-বাজার, বাড়িঘরে ঢুকছে পানি। ডুবে রয়েছে রাস্তাঘাট। বৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় নিম্নাঞ্চলের পানিবন্দি মানুষ চরম খাদ্য সংকটে রয়েছে। এ অবস্থায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে উই ফর বাংলাদেশ।

রোবাবর (২৬ জুন) তৃতীয় দিনের মত সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে সংগঠনটি। নৌকায় ঘরে ঘরে পানি বন্দি মানুষকে খাবার পৌঁছে দিয়েছেন সংগঠনের সদস্যরা।

সুনামগঞ্জের দোয়ারাবাজারের স্থানীয় স্কুল শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিনের সহায়তায় যেসব এলাকায় এখনো রান্না করতে পারছেন না এমন ১৫শত পরিবারের রান্না করা খবার দেওয়া হয়েছে। এছাড়া ৪টি এলাকায় ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ২লিটার পানি বিতরণ করা হয়েছে। বন্যায় পড়ে যাওয়া কয়েকটি পরিবারের ঘর মেরামতের জন্য নগদ টাকা দেওয়া হয়েছে ।

ত্রাণ পেয়ে কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা ফরিদা বানু (৬২) বলেন, ‘আট দিন যাবৎ পানিত ভাসরাম, কেউ কুনতা নিয়ে আমরার গ্রামো আইছইননা। শুধু সেনাবাহিনী আইয়া মুড়ি, চিড়া দিয়া গেছে। আইজ ভালা সাহায্য পাইলাম।’

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য প্রবাসী ফয়সল কুরেশী ও আদম কুরেশী। উই ফর বাংলাদেশের সদস্যদের মধ্যে ছিলেন, শাহ্ ফাহিম আহমদ , সৈয়দ সাব্বির আহমদ, আমিনুল ইসলাম অপি, আকরাম হোসেন জনি, মিনহাজ আহমদ মুক্ততি, রেজাউল করিম তারেক, ফাহিমুল ইসলাম আকাশ, অলিউর রহমান, তানভির আহমদ, লিটন আহমদ, কামরুল হাসান শাওন, সৈয়দ শাহ তানভির উদ্দিন প্রমুখ।

আইনিউজ/কামরুল হাসান শাওন/এসডিপি 

আইনিউজ ভিডিও

পানির নীচে মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী সড়ক

নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী 

মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়