Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫,   ভাদ্র ৭ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪৫, ৩০ জুন ২০২২

সুনামগঞ্জে আজান দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামসুন্নুর (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুন) দোহালিয়া ইউনিয়নস্থ জীবনপুর (সুনাই নগর) গ্রামের মসজিদে মাগরিবের আজান দিতে গিয়ে তিনি মসজিদের ভেতরেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

জানে গেছে, শামসুন্নুর জীবনপুর গ্রামের মৃত রোয়াব উল্লার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার দোহালিয়া ইউনিয়নস্থ জীবনপুর (সুনাই নগর) গ্রামের মসজিদে যান তিনি। মাগরিবের সময় মসজিদে নামাজের জন্য মোয়াজ্জিন না থাকায় নিজেই আজান দিতে মাইক্রোফোন হাতে নেন এবং উক্ত মাইক্রোফোনের সঙ্গে বিদ্যুৎতাড়িত হয়ে মারা যান।

স্থানীয় ইউপির মেম্বার জিয়াউর রহমান জানান, থানা পুলিশকে অবগত করা হয়েছে। পারিবারিক গোরাস্তানে দাফন সম্পন্ন হবে।

তিনি বলেন, শামসুন্নুর সহজ সরল জীবন-যাপন করতেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

আইনিউজ/এইচএ

আইনিউজ ভিডিও

নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী 

মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড

 ঘরে থৈ-থৈ পানি, নেই খাবার পানি, বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ