Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫,   ভাদ্র ৭ ১৪৩২

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫১, ১৩ নভেম্বর ২০২২
আপডেট: ১৮:৫৩, ১৩ নভেম্বর ২০২২

সুনামগঞ্জে ৬ হাজার পরিবারকে আহ্ছানিয়া মিশনের সহায়তা

সহায়তা উপকরণ প্রদান। ছবি- প্রতিনিধি

সহায়তা উপকরণ প্রদান। ছবি- প্রতিনিধি

তাহিরপুর উপজেলার বিভিন্ন  ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ হাজার পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রকল্পের আওতায় ঢাকা আহছানিয়া মিশনের মানবিক সহায়তা প্রদান করা হয়েছে ।

রোববার (১৩ নভেম্বর) সকাল  ৯টায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রকল্পের আওতায় গভমেন্ট অফ দি হংকং স্পেশাল এডমিনিসস্ট্রেটিভ রিজন এর অর্থায়নে, অক্সফ্যাম বাংলাদেশ এর সহায়তায় ঢাকা আহছানিয়া মিশন (ডাম) এর মানবিক সহায়তা বিতরণ করা হয়।

এসময় সদর ইউনিয়নের ২, ৪ ও ৫ নং ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১ হাজার পরিবারের মধ্যে, প্রতি পরিবার কে ২০ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ডাল, ১ কেজি চিড়া, আধা কেজি লবন, আধা কেজি চিনি, ১ কেজি মুগডাল, ৪ কেজি সুলার ডাল, ২ টি বালতি, ১ টি মগ, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট, গোসলের সাবান ৪ টি, গুরাসাবান ১ কেজি, খাওয়ার স্যালাইন ১০টি, স্যানিটারি প্যাক ১ টি করে প্রতিটি পরিবারে তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, যে গত ৭ নভেম্বর থেকে ১৩ নভেম্বর  পর্যন্ত তাহিরপুর সদর ইউনিয়নে ১৮৯০, বাদাঘাট ইউনিয়নে ২০৬০,উত্তর বড়দল ইউনিয়নে ২০৫০ সর্বমোট তাহিরপুর উপজেলায় ৬০০০, (ছয় হাজার) পরিবার কে এই মানবিক সহায়তা দেওয়া হয়।

উপজেলার সদর ইউনিয়নে মানবিক সহায়তা বিতরনের সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির, সদর ইউনিয়ন চেয়ারম্যান জুনাব আলী, সুমন চিসিম প্রকিউরমেন্ট স্পেশালিষ্ট অক্সফ্যাম বাংলাদেশ, ছানোয়ার হোসেন খান পাঠান, প্রজেক্ট ম্যানাজার ঢাকা আহ্ছানিয়া মিশন, কে এন এম এন আজম, প্রোগ্রাম অফিসার অক্সফাম  বাংলাদেশ, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ,  প্রেসক্লাব দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, তুজাম্মেল হক নাছরুম প্যানেল চেয়ারম্যান, তাহিরপুর সদর ইউনিয় ইউপি সদস্য খোকন মিয়া,আকসান মিয়া, লাল মিয়া, শহীদ মিয়া,জয় রায়, সহ ঢাকা আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ