Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১১:২০, ১৫ নভেম্বর ২০২২

দিরাই আ.লীগ সম্মেলনে আরমানের মৃত্যু ঢিলের আঘাতে নয়, ‘স্ট্রোকে’

আওয়ামী লীগ দিরাই উপজেলা শাখার সম্মেলনে সংঘর্ষের ছবি

আওয়ামী লীগ দিরাই উপজেলা শাখার সম্মেলনে সংঘর্ষের ছবি

সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনস্থলে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে আজমল হোসেন চৌধুরী নামের একজনের মৃ ত্যু হয়েছে। মৃ ত্যু র কারণ হিসেবে কেউ বলছেন ঢিলের আঘাতে আহত হয়ে আজমল হোসেন চৌধুরী আরমান মারা যান। তবে আরমান সংঘর্ষের ঘটনায় মারা যাননি বলে দাবি করেছে তার পরিবার। আরমানের স্বাভাবিক মৃ ত্যু হয়েছে এমন কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষও।

আরমানের বোন জামাই দুলাল চৌধুরী বলেন, আজ (গতকাল ১৪ নভেম্বর) সকালে সে বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পর আমাকে কল দিয়ে জানায় তার বুকে ব্যাথা করছে, শরীর খারাপ লাগছে। পরে আমি হাসপাতাল এলাকা থেকে তাকে বাসায় নিয়ে আসি, তার অবস্থা আরও খারাপ হলে তাকে আমরা হাসপাতালে নিয়ে যাই এবং সেখানেই তিনি মারা যান৷

তার শরীরে আমরা কোন আঘাতের চিহ্ন পাইন উল্লেখ করে ঢিলের আঘাতে মৃ ত্যু র প্রসঙ্গে তিনি বলেন, এছাড়া লাশ বাসায় আনার পর গোসল করানো সময় নিজে দেখেছি কোন চিহ্ন পায়নি।

নিহতের ভাগ্নে রুম্মান সরদার বলেন, উনি দুবাই প্রবাসী ছিলেন। কিছুদিন আগে বিয়ের কাবিন হয়েছিলো কিন্তু কনে ঘরে তুলেননি এখনও। তার মধ্যেই এসব হয়ে গেলো।

রুম্মান বলেন, সকালে ভালোই ছিলেন কিন্তু হঠাৎ উনার বুকে ব্যাথা শুরু হলে পরিবারের লোকজনরা উনাকে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানেই মারা যান।

দিরাই থানার ওসি সাইফুল ইসলাম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে এটি স্বাভাবিক মৃ ত্যু ছিল। আর উনার শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না।

মেডিকেল অফিসার ডা. মনি রাণী বলেন, উনাকে উনার পরিবারের লোকজন নিয়ে আসেন এবং হাসপাতালেই মৃ ত্যু হয়। তিনি স্ট্রোক করেছিলেন আমাদের ধারণা। পরিবারের লোকজনও কোন অভিযোগ করেননি এবং আমরা কোন আঘাতের চিহ্ন পাইনি।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. এহসান শাহ বলেন, দিরাইয়ে যে ঘটনা হয়েছে সেটি ও আজমল চৌধুরী আরমানের মৃ ত্যু দুটো ভিন্ন ঘটনা। উনার স্বাভাবিক মৃ ত্যু হয়েছে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়