Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫,   ভাদ্র ৬ ১৪৩২

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩১, ৭ জানুয়ারি ২০২৩

ছাতকের অধ্যাপকের উপর সন্ত্রাসী হামলা

হামলার শিকার অধ্যাপক  বাবুল দেব।

হামলার শিকার অধ্যাপক বাবুল দেব।

সুনামগঞ্জে ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যাপক বাবুল দেবের হামলা চালিয়েছে কতিপয় সন্ত্রাসী। গতকাল শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় কলেজ গেটের সামনে একটি লাইব্রেরীতে তিনি হামলার শিকার হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক বাবুল দেব কলেজ গেট সংলগ্ন একটি লাইব্রেরিতে বসে সময় কাটাচ্ছিলেন। এসময় স্থানীয় কতিপয় সন্ত্রাসী আকস্মিক অধ্যাপক বাবুল দেবের উপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত করে। পরে আহত অধ্যাপক বাবুল দেবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এসময় একই কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক কুতুব উদ্দিন মালিকানাধিন আনসার মার্কাটে হামলা ও ভাংচুর করে সন্ত্রাসীরা।

জানা যায়, এ ঘটনার আগেও এসব সন্ত্রাসীরা কলেজের শিক্ষার পরিবেশ বিনষ্ট সহ কলেজ অধ্যক্ষ ও শিক্ষক মন্ডলীদের বিভিন্নভাবে হুমকি-ধামকি প্রদর্শন করে আসছিল। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল রনজয় কুমার মল্লিক জানান, হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

আই নিউজ/এইচএ

মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ