সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে হাছনরাজার মৃত্যু শতবার্ষিকীতে সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রতিযোগিতায় জেলার পাঁচ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। ছবি- আই নিউজ
মরমী কবি হাছনরাজার মৃত্যু শতবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৯ টায় জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় ও হাছনরাজা ট্রাস্টের আয়োজনে প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
এসময় বক্তব্য রাখেন, হাছনরাজা ট্রাস্টের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সংগীত শিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তি ও সাবেক কাউন্সিল আব্দুল্লাহ আল নোমান, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অঞ্জন চৌধুরী, রূপশ্রী রায়, সদর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চন্দ।
এসময় উপস্থিত ছিলেন লোকদল শিল্পী গোষ্ঠীর সভাপতি বিধান চন্দ বণিক, সংগীত শিল্পী দীপায়ন চৌধুরী চয়ন, কালচারাল ফোরামের সভাপতি সোহেল রানা, থিয়েটার সুনামগঞ্জের সহ দলনতা দীপান্বিতা দে হিয়া ও তাজকিরা হক তাজিন প্রমুখ।
সাংস্কৃতিক প্রতিযোগিতায় সংগীত, নৃত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জেলার পাঁচ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।
প্রধান অতিথির বক্তব্যে দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, হাছনরাজা আমাদের দেশের সম্পদ, তাদের সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের মধ্যে সঠিক ভাবে ছড়িয়ে দিতে হবে। নতুন প্রজন্ম গুণী মনিষীদের সম্পর্কে জানলে তারাও সমৃদ্ধ হবে। জেলা প্রশাসন এরই মধ্যে মৃত্যু শতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান করেছে। হাছনরাজার এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবীদার।
সুনামগঞ্জের মরমি কবি সাধকদের জন্মদিবস, মৃত্যু দিবস এবং যেকোন ভালো কাজে সহযোগিতা বলবে বলেও জানান তিনি।
হাছনরাজা ট্রাস্টের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী জানান, প্রতি বছর জেলাব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে আসছে। ট্রাস্ট চেষ্টা করছে এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে শুদ্ধ ও সঠিক সুরে গান গাইতে পারে।
আই নিউজ/এইচএ
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার