Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫,   ভাদ্র ৬ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৯, ৬ ফেব্রুয়ারি ২০২৩

সুনামগঞ্জে প্রবাসীদের টাকায় হচ্ছে সড়ক, খুশি গ্রামবাসী 

লন্ডনী প্রবাসীদের অর্থায়নে জগন্নাথপুরে নির্মিত হচ্ছে সড়কটি। ছবি- সংগৃহীত

লন্ডনী প্রবাসীদের অর্থায়নে জগন্নাথপুরে নির্মিত হচ্ছে সড়কটি। ছবি- সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় লণ্ডনী প্রবাসীদের পাঠানো টাকায় এলাকায় নির্মাণ করা হচ্ছে দীর্ঘ গ্রামীণ সড়ক। যার কাজ শেষ হলে সুবিধাভোগ করবে ছয়টি গ্রামের হাজারের বেশি মানুষ। প্রবাসীদের অর্থায়নে দীর্ঘদিনের দুর্ভোগ গুছায় খুশি গ্রামবাসীও। 

স্থানীয় এলাকাবাসি জানান, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের চকমনপুর গ্রাম থেকে উজান খাল নামক স্থানে সড়ক না থাকায় যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে এলাকাবাসী। এখানে সড়ক নির্মাণে এগিয়ে এলেন গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কাদির। একই রকমভাবে আরও কয়েকজন যুক্তরাজ্য প্রবাসীর অর্থায়নে চকমনপুর সড়কের কাজ শুরু হয়। 

গত কয়েকদিন ধরে সড়কে মাটি কাটার কাজ চলছে। গ্রামের চকমনপুর থেকে উজানের খাল হয়ে এক কিলোমিটার লম্বা সড়ক নির্মিত হচ্ছে। ইউনিয়নের হতেপুর-করিমপুর সড়কের সঙ্গে সংযুক্ত হবে এ সড়ক। নতুন এ সড়কের নির্মাণকাজ শেষ হলে ছয় গ্রামের জনসাধারণ চলাচলে সুফল পাবেন বলে স্থানীয়রা জানান।

গ্রামগুলো হচ্ছে চকমনপুর, চিতুলিয়া, হতেপুর, জালালাবাদ, করিমপুর ও শংকরপুর।

গ্রামের বাসিন্দা মুমিন মিয়া বলেন, চকমনপুরে সড়ক না থাকায় যুগ যুগ ধরে গ্রামবাসী দুর্ভোগের শিকার হয়ে আসছিলেন। হেমন্তে পা আর বর্ষায় নৌকা ও সাঁকো দিয়ে চলাচল করতে হয়। এবার আমাদের গ্রামের ‘লন্ডনিদের’ টাকায় গ্রামীণ সড়ক তৈরী হওয়াতে গ্রামের লোকজন খুবই খুশি।

সড়ক নির্মাণের প্রধান উদ্যোক্তা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কাদির জানান, সড়কের অভাবে বছরের পর বছর গ্রামের মানুষ কষ্টে যাতায়াত করছিলেন। এরমধ্যে বড় দুর্ভোগে ছিল স্কুল কলেজের শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে আমি আমাদের এলাকাবাসির সঙ্গে কথা বলি কিভাবে গ্রামীণ সড়ক নির্মাণ করা যায়। গ্রামবাসীর পরামর্শে আমার ও এলাকার যুক্তরাজ্য প্রবাসী লাল মিয়া, রুপাই মিয়া ও দিলাল খা’র আর্থিক সহায়তায় দুই লাখ টাকা ব্যয়ে সড়কে কাজ শুরু করেছি।

তিনি জানান, আগামী ১০-১২ দিনের মধ্যে সড়কের কাজ শেষ হয়ে যাবে। এতে খুশি এলাকাবাসী। সড়কটি পাকাকরণে সরকারি ও বেসরকারি সহযোগিতা কামনা করছি।

সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান জানান, প্রবাসীদের অর্থায়নে গ্রামীণ সড়ক নির্মিত হচ্ছে। এটি সত্যিই প্রসংশনীয়।

আই নিউজ/এইচএ 

আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ