Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৯ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১৫ ১৪৩২

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩০, ১৩ মার্চ ২০২৩

শনির হাওরে মাটি কাটার দায়ে জরিমানা 

শনির হাওরে সড়কের পাশে মাটি কাটার চিত্র। ছবি- আই নিউজ

শনির হাওরে সড়কের পাশে মাটি কাটার চিত্র। ছবি- আই নিউজ

তাহিরপুর উপজেলার সর্ববৃহৎ শনির হাওরে এক্সকেভেটর দিয়ে সড়কের পাশ থেকে মাটি কাটার দায়ে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (১৩ মার্চ) দুপুরে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনির নেতৃত্বে তাহিরপুর উপজেলার শ্রীপুর গ্রামের সম্মুখে  এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৫-এর ১ উপধারা অনুযায়ী, পাম্প বা ড্রেজিং বা অন্য কোনো মাধ্যমে ভূগর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা যাবে না। সড়কের পাশে ফসলি জমি থেকে মাটি কেটে উত্তোলন করছে, যার ফলে ফসলি জমি ও সড়ক বিনষ্ট হচ্ছে। তাই অভিযান চালিয়ে মনির হোসেন নামে এক জনকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কৃষি জমি ও সড়কপথ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত রাখা হবে।

আই নিউজ/এইচএ 

 


আই নিউজের ভিডিও গ্যালারীতে দেখুন 

নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়