Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫,   শ্রাবণ ৮ ১৪৩২

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৬, ২৩ মে ২০২৩

ডিবি পুলিশের অভিযানে ভারতীয় চিনি, শাড়ি সহ আটক ২

ভারতীয় মালামাল সহ ডিবির কাছে আটক দুই জন। ছবি- আই নিউজ

ভারতীয় মালামাল সহ ডিবির কাছে আটক দুই জন। ছবি- আই নিউজ

সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলায় ভারতীয় চিনি ও শাড়ি সহ ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

মঙ্গলবার (২৩ মে) রাত ২টায় জেলার বিশ্বম্বরপুর থানাধীন ধনপুর ইউনিয়নের  অন্তর্গত মধ্যনগর সাধিনস্থ আটককৃত আসামী আলাল হোসেন খান এর চৌচালা টিনের ঘরের ভিতর থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। 

ডিবি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এস আই মোহাম্মদ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে বিশ্বম্ভরপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে ভারতীয় মালামাল সহ আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ কেজির ৬৮ বস্তায় মোট ৩ হাজার ৪শ কেজি ভারতীয় চিনি ও ৬৮ পিছ ভারতীয় শাড়ীকাপড় জব্দ করা হয়। যার বাজার মূল আনুমানিক ৫ লক্ষ ৭৮ হাজার টাকা। 

আটককৃতরা হলেন- মধ্যনগর উপজেলার আলাল হোসেন খান (৪৩), পিতা-মৃত আবুল হোসেন খান  ও আফজাল হোসেন খান (২৩), পিতা- জামাল হোসেন খান কে আটক করা হয়। 

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দন কান্তি ধর জানান, জব্দকৃত মালামাল সহ আটককৃত ২ জনের বিরুদ্ধে বিশ্বম্ভপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ