Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৬ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০২, ২ জুলাই ২০২৩

সুনামগঞ্জে নৌকা ডুবে তিন ভাই-বোনের মৃ ত্যু

সুনামগঞ্জে নৌকা ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ (রোববার) দুপুর ২টার দিকে সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলো গ্রামের মাঝি বাড়ির সোহেল মিয়ার মেয়ে ফারজানা (১৩) ও মারজানা (৮) ও ছেলে রবিন (৪) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার।

স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ি থেকে ডিঙ্গি নৌকায় করে পার্শ্ববর্তী জলাশয় পার হচ্ছিলো ওই তিন শিশু। এসময় বৃষ্টির কবলে পড়ে নৌকাটি ডুবে গিয়ে নিখোঁজ হয় তিন ভাই-বোন। এসময় স্থানীয়রা খোঁজাখুঁজি করে একজনের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে বাকি দুই জনের মরদেহ উদ্ধার করে।

 এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী।

আইনিউজ/ইউ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ