Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫,   ভাদ্র ৬ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৯, ৪ জুলাই ২০২৩

সুনামগঞ্জে নদ-নদীর পানি অপরিবর্তিত 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টির ফলে জেলার প্রায় সব কয়টি নদনদীর পানি অপরিবর্তিত রয়েছে। তবে নিম্নাঞ্চলের মানুষদের ভোগান্তি কমে নি। অতিরিক্ত পানিতে প্লাবিত নিম্নাঞ্চলের মানুষদের কেউ কেউ এখনো আছেন আশ্রয়কেন্দ্রে। 

দোয়ারাবাজার, ছাতক ও সুনামগঞ্জ সদর উপজেলার নিম্নাঞ্চলের যোগাযোগ সড়ক ও বাড়ির আঙ্গিনা এবং কিছু গবাড়িতে পানি ওঠায় এসব এলাকার মানুষ দুর্ভোগে রয়েছেন।

মঙ্গলবার (৪ জুলাই) সকাল ৯টায় সুরমা নদীর পানি সোমবারের চেয়ে কয়েক সেন্টিমিটার কমে সুনামগঞ্জ পয়েন্ট থেকে বিপৎসীমার ৭ সেন্টিমিটার এবং ছাতকে ৩ সেন্টিমিটার কমে ১৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

সুনামগঞ্জে ২৪ ঘণ্টায় ৫০ মিলিমিটার এবং ছাতকে ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

এদিকে সুনামগঞ্জ সরকারি কলেজসহ জেলার তিনটি আশ্রয়কেন্দ্রে গৃহপালিত প্রাণিসহ আশ্রয় নেওয়া ৩৭টি পরিবারের কেউই এ প্রতিবেদন লেখা পর্যন্ত সরকারি সহায়তা পাননি বলে অভিযোগ করেছেন।

জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, সুনামগঞ্জ সরকারি কলেজ এবং ছাতক ও বিশ্বম্ভরপুরের তিনটি আশ্রয়কেন্দ্রে গত বছরের বন্যার ভয়াবহতার কথা চিন্তা করে ৩৭টি পরিবার আশ্রয় নিয়েছে। তারা পানি না বাড়লে বাড়ি ফিরে যাবেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ