Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

রাজন চন্দ, তাহিরপুর (সুনামগঞ্জ)

প্রকাশিত: ১৯:৩৪, ২৫ জুলাই ২০২৩

তাহিরপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

শান্তি সমাবেশের র‍্যালিতে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি- আই নিউজ

শান্তি সমাবেশের র‍্যালিতে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি- আই নিউজ

বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে শান্তি সমাবেশ করেছে তাহিরপুর উপজেলা আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতারা।

মঙ্গলবার (২৬ জুলাই) এ উপলক্ষে উপজেলা সদরের পূর্ব বাজারে জেলা শ্রমিক লীগের সভাপতি ও সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সেলিম আহমেদের নেতৃত্ব এক সমাবেশ পূর্ব বিশাল মিছিল করা হয়।

শান্তি সমাবেশকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল ১১টার পর থেকে উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড শোডাউন করে জড়ো হতে থাকে। বেলা ৩টার দিকে উপজেলার সদরের পূর্ব বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

সমাবেশে সুনামগঞ্জ-১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী সেলিম আহমেদ বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ যখন উন্নয়ন অগ্রগতির রোল মডেলে পরিনত হয়েছে ঠিক এসময়ে পাকিস্তানের দোসররা দেশকে অস্থিতিশীল ও উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এই অশুভ অপশক্তিকে আগামী দিনেও জননেত্রীর নেতৃত্বে শক্ত হাতে প্রতিহত করবে দেশের আপামর জনসাধার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুষেন বর্মন, শ্রমিক লীগের সভাপতি বিল্লাল আমিন, আওয়ামী লীগ নেতা মনধির রায়, জোসেফ আখঞ্জি, সদস্য মিজানুর রহমান, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শফিকুল মল্লিক, জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাজন চন্দ্র, জয়নাল আবেদীন কলেজ শাখার সাবেক সভাপতি আহসানুজ্জামান শোভন, ছাত্রলীগের সভাপতি আশ্রাউল জামান ইমন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমূখ।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়