রাজন চন্দ, তাহিরপুর
শ্রদ্ধা আর ভালোবাসার নাম বেগম ফজিলাতুন নেছা মুজিব : সেলিম আহমেদ

বেগম ফজিলাতুন্নেছা মুজিব বাংলার মানুষের কাছে শ্রদ্ধা আর ভালোবাসার নাম। মুক্তিযুদ্ধের সময় তো বটেই, বঙ্গবন্ধুর পুরো রাজনৈতিক জীবনে ছায়ার মতো পাশে ছিলেন তিনি। সে কারণেই একটি জাতির মনে স্বাধীনতার স্বপ্নের বীজ বপন করে এর স্বাদও এনে দিতে পেরেছিলেন বঙ্গবন্ধু। তার রাজনৈতিক দর্শন ও আদর্শ বাস্তবায়ন করতে পেছন থেকে কাজ করেছেন বেগম মুজিব। বঙ্গবন্ধু, বাঙালি ও বাংলাদেশ যেন একই সূত্রে গাঁথা। তেমনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবও পরস্পর অবিচ্ছেদ্য নাম।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সেলিম আহমেদ।
মঙ্গলবার (০৮ আগস্ট) দুপুরে হরিপুর হাফিজিয়া আরাবিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগ ও সুনামগঞ্জ ফাউন্ডেশনের আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে জয়শ্রী বাদেহরিপুর জামে মসজিদ উন্নয়ন কাজের জন্য নগদ পঞ্চাশ হাজার টাকা ও হরিপুর হাফিজিয়া আরাবিয়া মাদ্রাসা উন্নয়ন কাজের জন্য পঞ্চাশ হাজার টাকা সহ মোট ১ লক্ষ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেন সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সেলিম আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সুষেন বর্মন, উপজেলা শ্রমিকলীগ সভাপতি বিল্লাল আমিন, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউল জামান ইমন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাজন চন্দ ও জেলা ছাত্রলীগের সদস্য শাহরুখ হাসান পলক প্রমুখ।
আইনিউজ/ইউএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার