Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৩ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ৯ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪১, ১০ আগস্ট ২০২৩

সুনামগঞ্জে ওমান প্রবাসীর ঝুলন্ত লা শ উদ্ধার

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের পার্বতীপুর গ্রামে এক প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুকে নিয়ে পরিবারের মাঝে ধূম্রজাল তৈরি হয়েছে। নিহত ব্যক্তির নাম নজর উদ্দিন (৫৫)। তিনি পার্বতীপুর গ্রামের মৃত মনফর আলীর ছেলে। বুধবার দিবাগত ভোর রাতে নিহতের বাড়ির কাছেই এ ঘটনাটি ঘটেছে।

নিহতের স্ত্রী জানান, প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষে আমরা ঘুমিয়ে পড়ি। ভোর ৪ টার দিকে আমার স্বামী বিছানা থেকে উঠে বারান্দায় যান। বেশ কিছুক্ষণ পর তিনি ঘরে না আসায় আমি বাহির হয়ে দেখি আমগাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তিনি ঝুলঝেন। সাথে সাথে চিৎকার করে কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন জড়ো হন। পরে স্থানীয় থানা পুলিশকে খবর দেন।

এ ব্যাপারে নিহতের ভাই নূর উদ্দিন জানান, আমার ভাই দীর্ঘদিন যাবৎ ওমান থাকেন। বিয়ের পর থেকেই তার স্ত্রীর সাথে ঝগড়াবিবাদ লেগেই  থাকত। এ কারণে তিনি আমাদেরকে ছেড়ে তার স্ত্রীকে নিয়ে অন্যত্র বাড়ি বানিয়ে চলে যান। কিছুদিন হয় তিনি দেশে এসেছেন। বুধবার একটি জমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য সারাদিন শান্তিগঞ্জে ছিলেন। বিকাল ৪ টায় বাড়িতে যান পাসপোর্ট আনার জন্য। আর ফিরে আসেননি। তিনি আরও বলেন আমার ভাইয়ের মৃত্যু নিয়ে আমার সন্দেহ আছে এই ছোট্ট একটি গাছের সাথে ফাঁস লাগিয়ে আমার ভাইয়ের মৃত্যু হতে পারে না।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. খালেদ চৌধুরী জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আম গাছের সাথে গলায় গামছা পেছানো ফাঁস লাগানো ঝুলন্ত দেহ উদ্ধার করেছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদনের পাওয়ার পর জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা। তবে পারিবারিক কলহই মৃত্যুর কারণ হতে পারে।

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়