Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ২০:০১, ২২ আগস্ট ২০২৩

সুনামগঞ্জে বেইলি সেতু ভেঙে ট্রাক ডুবে চালক সহ নিখোঁজ ২ 

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

সুনামগঞ্জের জগন্নাথপুরের রড-সিমেন্ট বোঝাই ট্রাকসহ বেইলি সেতু ভেঙে পানিতে ডুবে ট্রাকের চালকসহ ২ জন নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক ভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। এদিকে সেতু ভেঙে যাওয়ায় জগন্নাথপুরের সাথে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। 

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল ৪ টার দিকে জগন্নাথপুর উপজেলার কাটাগাঙ্গ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কবলে পড়া ট্রাকটি রড-সিমেন্ট নিয়ে রাণীগঞ্জের দিকে যাচ্ছিলো বলে জানিয়েছেন স্থানীয়রা। এই সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। কতৃপক্ষ এ সম্পর্কে অবগত আছে বলেও জানান তারা। 

দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বেইলি সেতু ভেঙে ট্রাকচালক সহ দুজন নিখোঁজ আছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে। তারা এসে উদ্ধার অভিযান চালাবে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সুনামগঞ্জের ষ্টেশন কর্মকর্তা নিউটন দাশ বলেন,  আমরা খবর পেয়ে ডুবুরি সহ টিম পাঠিয়েছি। তারা পৌঁছে গিয়ে কাজ শুরু করে দিয়েছে। স্থানীয়রা এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য দিয়েছেন তাতে ৫ জন নিখোঁজের কথা বলেছেন। বাকি উদ্ধার অভিযান শেষে জানা যাবে। 

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়