Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:০৫, ২৩ আগস্ট ২০২৩
আপডেট: ১১:৩৮, ২৪ আগস্ট ২০২৩

সুনামগঞ্জে এসডিজি ও এনআইএস বাস্তবায়নে টিআইবির দিনব্যাপী কর্মসূচি 

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

সুনামগঞ্জে জাতীয় শুদ্ধাচার কৌশল (এনআইএস) ও টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি) বাস্তবায়নে টি আইবির সদস্যদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ এবং দুর্নীতির বিরুদ্ধে একসাথে কাজ করার উদ্দেশ্যে গঠিত সক্রিয় নাগরিক দলের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) সকালে শহীদ মুক্তিযুদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠান চলে বিকেল পর্যন্ত। 

দিনব্যাপী এই কর্মসূচির শুরুতে টিআইবির সনাক ও ইয়েস সদস্যদের নিয়ে এনআইএস ও এসডিজি বাস্তবতায়নে দক্ষতা প্রশিক্ষণ দেন সিভিক অ্যানেগজেমন্ট বিভাগের কো-অর্ডিনেটর নুরুল ইসলাম সবুজ এবং সিলেট ক্লাস্টার কো-অর্ডিনেটর আরিফুল ইসলাম। এসময় প্রশিক্ষণার্থীদের মাঝে বিভিন্ন তথ্য উপাত্তমূলক উপস্থাপনা উপস্থাপন করা হয়। 

এর পর বিকেলে সুনামগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য, ভূমি উন্নয়নে গঠিত বিভিন্ন সক্রিয় নাগরিক দলের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ এরিয়া কো-অর্ডিনেটর আরিফুর রহমানের সমন্বয়ে সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি এড আইনুল ইসলাম বাবলু। 

সভায় ইয়েস সদস্যরা তাদের বিভিন্ন অর্জন ও সাফল্য তুলে ধরেন। এবং এসিজি সদস্যরা তাদের কর্মকালীন অভিজ্ঞতা ও সমস্যা নিয়ে আলোচনা করেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন সনাক প্রতিষ্ঠাকালীন সভাপতি নুরুর রব চৌধুরী, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সনাক সহ সভাপতি খলিল রহমান, রুনা শাহীনারা লেইছ, কানীজ সুলতানা, সহ অন্যান্য সনাক সদস্যরা। 

সক্রিয় নাগরিকরা তাদের বক্তব্যে বলেন, টি আইবির সহযোগিতায় আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা কোনো দল স্বাস্থ্য সেবার জন্য হাসপাতালে কেউ শিক্ষার জন্য বিভিন্ন স্কুলে কাজ করছি। প্রতিনিয়ত কতৃপক্ষের সাথে সভা করছি। সেখানে সেবাপ্রাপ্তিতে কি কি বাঁধার সম্মুখীন হচ্ছি, কি অনিয়ম-দুর্নীতি হচ্ছে, আরও কি করা প্রয়োজন সেসব নিয়ে কথা বলছি। এসবের অনেক কিছু বাস্তবায়ন হচ্ছে। দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। 

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়