সুনামগঞ্জ প্রতিনিধি
ঋণের চাপে ঘুমের ঔষধ খেয়ে ব্যবসায়ীর মৃ-ত্যু

নি হ ত জসিম খান। ছবি- সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ঋণগ্রস্ত এক ব্যবসায়ী অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে মা-রা গেছেন বলে খবর পাওয়া গেছে। ওই ব্যবসায়ীর নাম জসিম খান। ঋণগ্রস্ত ওই ব্যাবসায়ী হতাশা থেকে অতিরিক্ত ঘুমের সেবন করেন বলে পারিবারিক সুত্র জানায়।
গেল শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জসিম খান মারা যান।
জসিম খান উপজেলার মিরপুর গ্রামের আছকির খানের ছেলে। মিরপুর বাজারে তার বিকাশ ও রিচার্জের একটি দোকান রয়েছে।
জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক সুশংকর পাল শনিবার যুগান্তর কে বলেন,পরিবারের লোকজন বলছেন ব্যাবসায়ী জসিম অতিরিক্ত ঘুমের ঔষধ সেবন করেছেন। তবে ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।
তিনি জানান, ময়নাতদন্তের পর সিলেট কোতোয়ালি থানার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জসিমের বাবা আছকির খান জানান, বৃহস্পতিবার প্রতিদিনের মতো রাতের খাওয়া-দাওয়া শেষ করে জসিম নিজের শোয়ার ঘরে ঘুমিয়ে পড়ে। হঠাৎ ভোর ৪টার দিকে জসিমকে বমি করতে দেখে তার স্ত্রী। পরে পরিবারের লোকজন তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আছকির খান বলেন, হাসপাতালে মৃত্যুর আগে আমার ছেলে জানায়, সে আর্থিকভাবে ঋণগ্রস্ত হয়ে পড়ায় কিছুদিন ধরে হতাশায় ভুগছিল। হতাশা থেকে মুক্তি পেতে সে সবার অজান্তে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেছিল।
আই নিউজ/এইচ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার