Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫,   আষাঢ় ২০ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৮, ১৩ জানুয়ারি ২০২১
আপডেট: ১৫:৩১, ১৩ জানুয়ারি ২০২১

হযরত শাহজালালের মাজার জিয়ারতে আসা বাস খাদে, আহত ১০

ফাইল ছবি

ফাইল ছবি

হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করতে আসার সময় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত হয়েছেন ১০ জন। ঘটনাটি বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে ওসমানীনগরের গোয়ালাবাজার সংলগ্ন ইলাশপুরে ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮ টার দিকে শাহজালালের মাজার জিয়ারতে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হন।

খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী এসে আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক তথ্যটি নিশ্চিত করে জানান, সকালে ওসমানীনগরের গোয়ালাবাজার সংলগ্ন ইলাশপুরে এই দুর্ঘটনা ঘটে। মাজার জিয়ারতে আসা বাসটির সকল যাত্রী বগুড়ার ছিলেন। রাস্তায় ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তিনি।

আইনিউজ/এবি/এসডিপি  

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়