Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫,   আষাঢ় ২৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৬, ১৭ এপ্রিল ২০২১
আপডেট: ২৩:৩০, ১৭ এপ্রিল ২০২১

সিলেট বিভাগে টিকার ১ম ডোজ গ্রহীতা ২ লাখ ৯৫ হাজার, ২য় ডোজ ৮৭ হাজার

ফাইল ছবি

ফাইল ছবি

গত দুই মাস ধরে দেশে চলছে মহামারী করোনাভাইরাসের টিকা দেওয়ার কার্যক্রম। এর ধারাবাহিকতায় সিলেট বিভাগের চার জেলাতেও দেওয়া হয়েছে করোনার ১ম ও ২য় টিকা। সিলেট বিভাগে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৯৫ হাজার ৭৩৩ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮৭ হাজার ৫৫ জন।

শনিবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে এ কথা জানা যায়। 

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, শনিবার পর্যন্ত দেশে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫৬ লাখ ৯৯ হাজার ৪২ জন। এরমধ্যে ৩৫ লাখ ৩৩ হাজার ৬৫৫ জন পুরুষ এবং নারী ২১ লাখ ৬৫ হাজার ৩৮৭।

টিকার দ্বিতীয় ডোজ গ্রহণকারীর সংখ্যা ১১ লাখ ৫১ হাজার ৭৬৭। এরমধ্যে পুরুষ সাত লাখ ৮০ হাজার ৭৫৯ এবং নারী তিন লাখ ৭১ হাজার আটজন।

এছাড়াও, শনিবার (১৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫টা পর্যন্ত আরও ৭১ লাখ চার হাজার ৫৬৩ জন মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে দুই লাখ ২১ হাজার ৬১৬ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ এক লাখ ৪৩ হাজার ৩০৩ এবং নারী ৭৮ হাজার ৩১৩ জন। আর প্রথম ডোজ নিয়েছেন ১২ হাজার ১৫৭ জন। এরমধ্যে পুরুষ সাত হাজার ৬৬৬ এবং নারী চার হাজার ৪৯১ জন। এছাড়াও সারাদেশে এখন পর্যন্ত কোন বিভাগে কতোজন মানুষ করোনার টিকা নিয়েছেন জানতে ক্লিক করুন...

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়