Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:২২, ২৯ জুন ২০২০
আপডেট: ২০:২৩, ২৯ জুন ২০২০

করোনামুক্ত হলেন গানবাংলার তাপস-মুন্নী

করোনাকে জয় করলেন গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী ও জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত সংগীত শিল্পী কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নী। রোববার (২৮ জুন) রাতে তাপস নিজের ফেসবুক পেজে করোনা থেকে মুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্‌। সর্বশক্তিমান আল্লাহ্‌র কৃপায় আমি এবং আমার স্ত্রী ফারজানা মুন্নী একসঙ্গে আজ রাত থেকে আনুষ্ঠানিকভাবে করোনামুক্ত। আমাদের বড় মেয়ে সর্বোচ্চ চেষ্টা দিয়ে প্রতিরোধ ব্যবস্থা নিয়ে আমাদের সেবা করার চেষ্টা করেছে, একেবারে আমাদের মায়ের মতো। অন্য দুই রাজকন্যা তাদের ভালোবাসা সঞ্চার করে গেছে যাতে আমরা মানসিকভাবে দৃঢ় থাকতে পারি এবং ইতিবাচক থেকে সফলভাবে এই যাত্রাটি শেষ করতে পারি।’

তাপস আরও লিখেছেন, ‘যারা আমাদের সুস্থতার জন্য দোয়া করেছেন এবং নিয়মিত খবর রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমাদের জানা নেই। শিগগিরই আমরা লাইভে এসে আমাদের এই যাত্রা নিয়ে কথা বলবো এবং সবার প্রতি ভালোবাসা প্রকাশ করবো। আল্লাহ আপনাদের রহমত দান করুক এবং সবাইকে নিরাপদ ও সুস্থ রাখুক। আল্লাহ ভরসা।’

করোনা সংক্রমণের শুরুর দিকে তাপস-মুন্নী দুর্যোগ প্রতিরোধে নানা কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলেও তারা গানবাংলার পক্ষ থেকে ৫০ লাখ টাকা অনুদান দেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ