নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
কুলাউড়ায় যুবককে মারধর করে ধরে নিয়ে গেছে বিএসএফ
কুলাউড়ায় যুবককে মারধর করে ধরে নিয়ে গেছে বিএসএফ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে মারধর করে লায়েক মিয়া (২৫) নামের এক যুবককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার পৃথ্বিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিএসএফের হাতে আটক যুবক লায়েক মিয়া শিকড়িয়া গ্রামের বাসিন্দা। লায়েক মিয়া সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
লায়েকের পরিবারসূত্রে জানা গেছে, শিকড়িয়া এলাকায় বয়ে যাওয়া মনু নদের এপাড়ে বাংলাদেশ ওপাড়ে ভারত। ঘটনার দিন ১৯ ডিসেম্বর সন্ধ্যার দিকে লায়েক গরু চরাতে যান মনুর বাংলাদেশ পাড়ে। কিন্তু, গরু খুঁজতে গিয়ে লায়েক একসময় ভারতীয় সীমান্তে প্রবেশ করে ফেলেন। এসময় বিএসএফের টহল দল তাকে দেখতে পেয়ে মারধর শুরু করেন। পরে তাকে আটক করে নিয়ে যায় বিএসএফ। লায়েকের চিৎকার শুনে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলেও লায়েককে ছাড়েনি বিএসএফ।
এদিকে এ ঘটনার খবর পেয়ে স্থানীয় আলীনগর ক্যাম্পের একটি টহল দল ঘটনা স্থলে যায়। পরে বিজিবির পক্ষ থেকে লায়েককে ফিরিয়ে দিতে বিএসএফকে অনুরোধ করা হলেও তারা লায়েককে ছাড়েনি। ভারতে অনুপ্রবেশের অপরাধে বিএসএফ লায়েকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করেছে বলা জানা গেছে।
স্থানীয় একজন জানান, সীমান্তের ওপারে লায়েকের আত্মীয়স্বজন আছেন। তারা আটক লায়েকের খোঁজখবর নিচ্ছেন। তার জামিনের জন্যও চেষ্টা করা হচ্ছে।
এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি (তদন্ত) কৈশন্যু মারমা জানান, লায়েকের স্বজনেরা পুলিশকে ঘটনাটিক জানিয়েছেন। বিজিবির পক্ষ থেকে এখনো এ ব্যাপারে কিছু জানানো হয়নি।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’