আইনিউজ ডেস্ক
কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত তিমি!

ভেসে আসা মৃত তিমিটি প্রায় ৩০ ফুট লম্বা
কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি ভেসে এসেছে। ৩০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের মৃত তিমিটি সৈকতের ঝাউ বাগান পয়েন্টে ভেসে আসে শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে। জোয়ারের পানিতে ভেসে আসা মৃত তিমির গলিত দেহ থেকে পচা দুর্গন্ধ এলাকায় ছড়াচ্ছে।
বিশাল আকৃতির এই মৃত তিমিটি বেলিন প্রজাতির তিমি বলে জানিয়েছেন ওয়ার্ল্ড ফিস জীববৈচিত্র গবেষক সাগরিকা স্মৃতি।
তিনি বলেন, মৃত তিমিটি বেলিন প্রজাতির। বেলিন তিমির মধ্যে আবার ১৬টি প্রজাতি রয়েছে। ১৬টির মধ্যে এটি কোন প্রজাতির এবং কি কারণে এটির মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে এটির নমুনা সংগ্রহ করা হয়েছে। স্তন্যপায়ী এসব প্রাণী গভীর সমুদ্রের ঠান্ডা পানিতে থাকতে পছন্দ করে। কেন এরা অগভীর উষ্ণ পানিতে আসছে তা গবেষণা ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এ বিষয়টি নিয়ে প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এটির কঙ্কাল সংগ্রহ করবে বলে জানিয়েছেন।
পটুয়াখালী বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লহ আল মামুন জানান, বিষয়টি নিয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। ঘটনাস্থলে বন বিভাগের লোক পাঠানো হয়েছে। তারা নমুনা সংগ্রহ করেছে।
আইনিউজে আরও পড়ুন-
- রেসকিউ সেন্টার থেকে ফের লাউয়াছড়ার বুকে গেলো লজ্জাবতি বানরগুলো
- লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসী
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
- পটকা মাছ বিষাক্ত কিনা বুঝবেন যেভাবে
- পটকা মাছ কেন বিষাক্ত?
- এবার কক্সবাজার সমুদ্র সৈকতে চলে এসেছে তিমি
- পাখির ছবি । Bird Photo | Eye News
- মারবেল ক্যাট: শ্রীমঙ্গলে দেশের একমাত্র এবং সবচেয়ে বিরল বিড়াল