আইনিউজ ডেস্ক
লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসী

রয়েল বেঙ্গল টাইগার। প্রতীকী ছবি
ঈদের দিন সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন লোকালয়ে একটি বেঙ্গল টাইগারে চলে আসে। এরপর থেকে সেখানকার স্থানীয়দের মধ্যে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমনকি বাঘের ভয়ে লোকজন ঘর থেকেও বের হচ্ছে না।
রবিবার (১০ জুলাই) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোলাখালী দ্বীপে সুন্দরবনের বাঘটি চলে আসে।
স্থানীয়রা জানান, রফিকুল নামের এক ব্যক্তির মালিকানাধীন চিংড়ির খামারের কাছে বাঘটিকে ঘুরে বেড়াতে দেখা যায়। এরপর প্রায় ২০ মিনিট সেখানে অবস্থানের পর বাঘটি চলে যায়।
প্রাণীটি চলে গেলেও গ্রামের মানুষ তখন থেকেই আতঙ্কে দিন কাটাচ্ছে। গ্রামের বাসিন্দা ভোলানাথ মণ্ডল বলেন, “সূর্যাস্তের পর বাঘের ভয়ে কেউ ঘর থেকে বের হতে সাহস করছে না।”
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (সাতক্ষীরা রেঞ্জ) এম এ হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “গ্রাম্য টাইগার রেসপন্স ফোর্স এবং বন বিভাগের একটি যৌথ দল ২৪ ঘণ্টা নজরে রাখছে। তবে গ্রামের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।”
আইনিউজ/এসডি
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- শাপলা ফুলের ছবি বৈশিষ্ট্য উপকারিতা ও বর্ণনা
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News