স্পোর্টস ডেস্ক
আপডেট: ১৭:৩৩, ৫ আগস্ট ২০২২
চার ব্যাটসম্যানের ফিফটিতে টাইগারদের সংগ্রহ তিনশোর বেশি

খেলার একটি মুহূর্ত।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়ের বোলারদের ওপর রীতিমত তাণ্ডব চালিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। টাইগারের মতোই কবজির জোরে ব্যাট চালিয়ে ৩০৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। সিকান্দার রাজা ও ভিক্টর নিয়াউচি একটি করে উইকেট পান।
ওপেনার তামিম-লিটন এবং তিনে নামা এনামুল ও মুশফিক ফিফটি করেছেন। তাদের ব্যাটে ভর করে প্রথম ওয়ানডে ম্যাচে ২ উইকেট হারিয়ে ৩০৩ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।
টস জিতে বাংলাদেশ দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ে। শুরুর কিছু ওভার দেখে-শুনে শুরু করেন লিটন-তামিম। তারা ২৫.৪ ওভারে ১১৯ রান যোগ করেন। অধিনায়ক তামিম ফিরে যান ৮৮ বলে ৬২ রানের সাবধানী ইনিংস খেলে। নয়টি চারের শট দেখান তিনি।
এরপর ধীরে শুরু করা ওপেনার লিটনও ফিফটির পরে হাত খুলে খেলা শুরু করেন। তিনি ৮৯ বলে আটটি চার ও এক ছক্কায় ৮২ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। টি-২০ ফরম্যাটে ফর্ম দেখানো ব্যাটার সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়ে সেঞ্চুরি হারিয়েছে।
- আরও পড়ুন- তাইওয়ানে ক্ষেপণাস্ত্র ছুড়ল ক্ষিপ্ত চীন
ফিফটি পেয়েছেন দীর্ঘ প্রায় তিন বছর পরে ওয়ানডে দলে ফেরা এনামুল হক বিজয়। ওয়ানডে ফরম্যাটে হওয়া ঘরোয়া ডিপিএলে এক হাজারের ওপরে রান করা ব্যাটার তিনে নেমে খেলেন ৬২ বলে ৭৩ রানের ইনিংস। তার ব্যাট থেকে ছয়টি চার ও তিনটি ছক্কা দেখা যায়। অথচ এই এনামুলকে টি-২০ ফরম্যাটে চেনাই যায়নি।
চারে নামা মুশফিকুর রহিম ৪৯ বলে হার না মানা ৫২ রানের ইনিংস খেলেন। পাঁচটি চার মারেন তিনি। তার সঙ্গে ইনিংস শেষ করেন মাহমুদউল্লাহ। ১২ বলে তিন চারে ২০ রান করেন টি-২০ নেতৃত্ব হারানো এই ব্যাটার। জিম্বাবুয়ের হয়ে উইকেট দুটি নিয়েছেন ভিক্টর নায়োচি ও সিকান্দার রাজা।
আইনিউজ/এসডি
- এবাদত হোসেন চৌধুরী: নিউজিল্যান্ডের সাত উইকেট গুড়িয়ে দিয়েছেন মৌলভীবাজারের ছেলে
- শুভ জন্মদিন ডিয়াগো ম্যারাডোনা
- অবশেষে ছেলের নাম জানালেন সাকিব আল হাসান
- মাশরাফীর ছোট ভাই মোরসালিনও করোনায় আক্রান্ত
- সাকিব-মোস্তাফিজকে মাশরাফীর ব্যতিক্রমী শুভকামনা
- করোনা আক্রান্তের পর ফেসবুকে যা লিখলেন মাশরাফী
- বাবা-ছেলের বৃষ্টি-বিলাস
- সাকিব কন্যার ছবিতে বাজে মন্তব্য নিয়ে যা বললেন শিশির
- সাকিব দেশে ফিরছেন আজ রাতে!
- পদত্যাগ করলেন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর