Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৮, ১৮ আগস্ট ২০২১
আপডেট: ১২:৪৫, ১৮ আগস্ট ২০২১

পুরুষতান্ত্রিক সমাজের আঙুল মেয়েদের দিকে: তালেবানের জয়ে আতঙ্কে জয়া

আফগানিস্তানের সরকারি বাহিনীকে পরাজিত করে ক্ষমতা দখল করেছে তালেবান। দেশটি থেকে মার্কিন সেনারা চলে যাওয়ার খুবই অল্প সময়ের মধ্যেই তারা এই বিজয় অর্জন করে। আফগান তালেবানদের এই বিজয়ে আতঙ্গে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি আশঙ্কা প্রকাশ করছেন, ভবিষ্যতে বাংলাদেশ এবং কলকাতায়ও এমন পরিস্থিতি হতে পারে।

আগামী ২০ আগস্ট কলকাতায় মুক্তি পেতে চলেছে জয়া আহসান অভিনীত নতুন ভারতীয় সিনেমা ‘বিনিসুতোয়’। এই সিনেমা নিয়ে কথা বলতে সম্প্রতি কলকাতার একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে হাজির হতে হয়েছিল বাঙলাদেশি তারকাকে। সেখানেই এক প্রশ্নের জবাবে আফগান তালেবানদের বিজয় নিয়ে এমন আশঙ্কার কথা জানান জয়া।

সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, আফগানিস্তানে তালেবান শাসন কায়েম হওয়ার পরে দেশটির নারী পরিচালক সারা করিমি খোলা চিঠি দিয়ে সাহায্যের আবেদন করেছেন। এ বিষয়ে আপনার অবস্থান কী?

উত্তরে জয়া বলেন, ‘ওখানকার যত ছবি দেখছি, আমার ভেতরটা দুমড়েমুচড়ে যাচ্ছে। আসলে পুরুষতান্ত্রিক সমাজের আঙুল সব সময়ই মেয়েদের দিকে ওঠে। ঠিক কম্পাসের কাঁটার মতো তা ঘুরে যায় নারীজাতির দিকে। সারা করিমি যে আহ্বান জানিয়েছেন, আমি মন থেকে তাতে সায় দিচ্ছি। তার সঙ্গে আছি। দূর থেকে কতটা কী করতে পারব জানি না। আমার পক্ষে যদি কিছু করার সুযোগ আসে, নিশ্চয়ই করব।’

জয়া আরও বলেন, ‘আফগানিস্তানের যে সব ছবি দেখছি, শিউরে উঠছি। বাংলাদেশ হোক, ভারত হোক বা বহির্বিশ্বের যেকোনো দেশেই মেয়েদের উপরে অত্যাচার হলে আমাদের সরব হতে হবে। দেশটা আমাদের থেকে দূরে ভেবে বসে থাকলে চলবে না। আজকে যা ওখানে হচ্ছে, কাল তা আমাদের বাংলাদেশ বা কলকাতায়ও ঘটতে পারে।’

এর পাশাপাশি নিজের মুক্তি প্রতিক্ষীত সিনেমা ‘বিনিসুতোয়’ নিয়েও খুঁটিনাটি কথা বলেন জয়া। বাংলাদেশি নায়িকার এই সিনেমার মাধ্যমেই কয়েক মাস পর ফের চালু হতে যাচ্ছে কলকাতার প্রেক্ষাগৃহগুলো। এটি পরিচালনা করেছেন অতনু ঘোষ। এই পরিচালকের সঙ্গে এটি জয়ার দ্বিতীয় সিনেমা। এর আগে অতনুর ‘রবিবার’ ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেন জয়া।

এবার ‘বিনিসুতোয়’ তার বিপরীতে আছেন ঋত্বিক চক্রবর্তী। সিনেমাটিতে তার চরিত্রটির নাম শ্রাবণী। ঋত্বিক চক্রবর্তীকে দেখা যাবে কাজল চরিত্রে। অন্যান্য চরিত্রে আরও আছেন চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন, খেয়া চট্টোপাধ্যায়সহ অনেকে।

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়