Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১২, ২৮ জুন ২০২০

মাশরাফি এখনও করোনা নেগেটিভ নন

আবারও গুজন ঊড়িয়ে দিলেন মাশরাফি। দেশের বিভিন্ন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনাভাইরাস নেগেটিভ হওয়া নিয়ে ছড়িয়ে পড়া গুজব উড়িয়ে দিয়েছেন সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হওয়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াউল-২ সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

মাশরাফি তার ফেইসবুক পেইজে জানান, “বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি কোভিড-১৯ নেগেটিভ। এটি মোটেও সত্য নয়। এখনও পুনরায় টেস্ট করাইনি। ১৪ দিন হওয়ার পর পর টেস্ট করানো ইচ্ছে আছে।”

তিনি আরও বলেন, “মহান আল্লাহর ইচ্ছায় ও আপনাদের দোয়ায় এমনিতে ভালো আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। বড় কোনো শারীরিক সমস্যা নেই। আমার জন্য এবং দেশজুড়ে আক্রান্ত সবার জন্য দোয়া প্রার্থনা করছি। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই মিলেই লড়াই চালিয়ে যাব। আল্লাহ সহায়।”

এর আগে গত ১৮ জুন রাতে জ্বর অনুভব করায় ১৯ জুন ঢাকা শিশু হাসপাতালে করোনাভাইরাস এবং ডেঙ্গু পরীক্ষা করান মাশরাফি। পরের দিন বিকালে পরীক্ষার ফল পজিটিভ আসে তার। এরপর থেকে তিনি নিজের বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ