Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫,   আষাঢ় ২৫ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৯, ১ আগস্ট ২০২০

শাবির ল্যাবে সুনামগঞ্জের ১৯ জনের করোনা শনাক্ত

শনিবার (১ আগস্ট) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়াদের মধ্যে সকলেই সুনামগঞ্জের বাসিন্দা।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি জানান, ‘শাবির ল্যাবে শনিবার ৫১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নতুন ১৯ জনসহ সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৯৩৩ জনের। এদের মধ্যে সিলেট জেলায় ৪ হাজার ২৫৪ জন, সুনামগঞ্জে  ১ হাজার ৫১২ জন, হবিগঞ্জে ১ হাজার ১৮১ জন এবং মৌলভীবাজারে ৯৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ১৪৬ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১০৮ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারে ১৩ জন মারা গেছেন।

আইনিউজ/এসডিপি 

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়