Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৬, ৩০ জুলাই ২০২০

শিক্ষা ক্যাডারের ৬০৯ জনকে অধ্যাপক পদে পদোন্নতি

ফাইল ছবি

ফাইল ছবি

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৬০৯ জনকে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি দেয়া হয়েছে। দুজন লিয়েনে থাকায় তাদের যোগদান সাপেক্ষে পদোন্নতি কার্যকর হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এ সংক্রান্ত আদেশের অনুমোদন দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ১৪ ও ১৫তম ব্যাচের বেশিরভাগ কর্মকর্তা রয়েছেন।

গত ২৬ জুলাই বিকেলে কমিটির সভায় পদোন্নতির বিষয়টি চূড়ান্ত করা হয়। কিছু ভুল থাকায় তা সংশোধন করে আজ পদোন্নতিপ্রাপ্তদের সরকারি আদেশ জারি করা হয়।

জানা গেছে, এসব কর্মকর্তাকে অনলাইনে যোগদান করতে হবে। তাদের যোগদানের বিস্তারিত তথ্য দিয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতর। তারা নিজ নিজ কর্মস্থলে কর্মরত থাকবেন।

সূত্র জানায়, পদোন্নতি কমিটির তৃতীয় ও শেষ বৈঠক অনুষ্ঠিত হয় গত ২৬ জুলাই। এর আগে ২৩ জুলাই দ্বিতীয় দফায় সভা বসে। প্রথম সভা অনুষ্ঠিত হয় ১৯ জুলাই। পদাধিকারবলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসির) সভায় সভাপতিত্ব করেন।

অধ্যাপক পদে পদোন্নতি প্রাপ্তদের তালিকা

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়