Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৮, ২১ নভেম্বর ২০২০

সৌরভ-কোহলিকে হাইকোর্টের ভর্ৎসনা!

সৌরভ গাঙ্গুলি ও বিরাট কোহলি

সৌরভ গাঙ্গুলি ও বিরাট কোহলি

বর্তমানের সময়ে অনলাইন গেমিং অনেক জনপ্রিয়। এর মাধ্যমে জুয়া খেলে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কেউ কেউ তো আবার আত্মহত্যাও করছেন।

এদিকে ভারতের বেশকিছু অনলাইন গেমিং প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছন বিরাট কোহলি ও সৌরভ গাঙ্গুলী। এ কারণে দুজনকেই ভর্ৎসনা করেছে মাদ্রাজ হাইকোর্ট। 

বৃহস্পতিবার মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে ভর্ৎসনা করে বিবৃতি প্রদান করে। এর আগে দুজনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকা নিয়ে সেখানে পিটিশন দায়ের করা হয়। বর্তমানে এ নিয়ে শুনানি চলছে।

বৃহস্পতিবার বিচারপতি কিরুবাকরণ এ বিষয়ে বলেন, সৌরভ একজন তারকা। তিনি যদি এমন বিজ্ঞাপনে মুখ দেখান, তা হলে লোকে তাকে অনুসরণ করতে পারে। তখন লোকে বিভ্রান্তির শিকার হবে। শুধু সৌরভ নয়, বিরাটেরও অনেক ভক্ত রয়েছে।

উল্লেখ্য, সৌরভ মাই ইলেভেন ও কোহলি এমপিএল নামক অনলাইন গেমিং প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এছাড়া দুজনেই ড্রিম ইলেভেনের বিজ্ঞাপনেও কাজ করেছে। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়