Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫,   আষাঢ় ১৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৫, ১৪ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২২:৪১, ১৪ সেপ্টেম্বর ২০২০

মৌলভীবাজারে কফি চাষের উদ্যোগ

মৌলভীবাজারে কফি চাষের উদ্যোগ নিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সে লক্ষ্যে কৃষকদের মধ্যে বিনামুল্যে কফির চারা বিতরণ করেছে কৃষি বিভাগ। 

সোমবার ( ১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে দুজন কৃষকের মধ্যে ৭০ টি চারা বিতরণ করা হয়।  

সদর উপজেলার জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক মো. হুমায়ূন করীবকে ৪০ টি এবং জুড়ী উপজেলার কৃষক মো. মুর্শেদ মিয়াকে ৩০ টি চারা দেওয়া হয়।

এতে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুল বারী, জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসীস উদ্দিন, মৌলভীবাজারের কৃষি বিষয়ক উদ্ভাবক  সাংবাদিক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি প্রমুখ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী বলেন- ‘কফি চাষে কৃষকদের উদ্ধুদ্ধ করতে এই কফি চারা বিতরণ কর্মসুচি হাতে নেওয়া হয়েছে। মৌলভীবাজারের আকবরপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে অ্যারাবিকা জাতের কফি চারা উৎপাদন করা ৭০০ চারা সারা জেলার কৃষকদের মধ্যে দু’একদিনের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বিতরণ করবো। 

আইনিউজ/এইচকে 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়