মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২২:৪১, ১৪ সেপ্টেম্বর ২০২০
মৌলভীবাজারে কফি চাষের উদ্যোগ

মৌলভীবাজারে কফি চাষের উদ্যোগ নিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সে লক্ষ্যে কৃষকদের মধ্যে বিনামুল্যে কফির চারা বিতরণ করেছে কৃষি বিভাগ।
সোমবার ( ১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে দুজন কৃষকের মধ্যে ৭০ টি চারা বিতরণ করা হয়।
সদর উপজেলার জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক মো. হুমায়ূন করীবকে ৪০ টি এবং জুড়ী উপজেলার কৃষক মো. মুর্শেদ মিয়াকে ৩০ টি চারা দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুল বারী, জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসীস উদ্দিন, মৌলভীবাজারের কৃষি বিষয়ক উদ্ভাবক সাংবাদিক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি প্রমুখ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী বলেন- ‘কফি চাষে কৃষকদের উদ্ধুদ্ধ করতে এই কফি চারা বিতরণ কর্মসুচি হাতে নেওয়া হয়েছে। মৌলভীবাজারের আকবরপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে অ্যারাবিকা জাতের কফি চারা উৎপাদন করা ৭০০ চারা সারা জেলার কৃষকদের মধ্যে দু’একদিনের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বিতরণ করবো।
আইনিউজ/এইচকে
- বিভিন্ন ফলের ছবি নামসহ
- এলাচ চাষ করবেন যেভাবে
- কমলগঞ্জে,
আমন ধানে মাজরা পোকার আক্রমণ, চিন্তায় আছেন কৃষকরা - প্লাস্টিক বোতলে সহজেই চাষ করুন পুঁই শাক
- ঔষধি গুণধর কালো মোরগের চাষ হচ্ছে বাংলাদেশেও
- বঙ্গবন্ধু ব্রি ধান ১০০ চাষে সময় কম লাগে, খরচ বাঁচে
- বাড়ির টবে ক্যাপসিকাম চাষ পদ্ধতি
- দেশের বাজারে সারের দাম বেড়েছে আরও ৬ টাকা
- বাড়ির ছাদে ড্রাগন ফলের চাষ পদ্ধতি
- মাটি ছাড়া শুধু পানি দিয়ে ঘাস চাষ