Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৪, ৬ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৩:৫৫, ৬ ফেব্রুয়ারি ২০২১

কৃষকদের উন্নত প্রশিক্ষণের লক্ষ্যে প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ

নির্মাণ কাজের উদ্বোধন করছেন নেছার আহমদ এমপি ছবি: আইনিউজ

নির্মাণ কাজের উদ্বোধন করছেন নেছার আহমদ এমপি ছবি: আইনিউজ

বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তির অনেকটাই এখনো কৃষি নির্ভর। তাই কৃষি খাতকে গুরুত্ব দিয়ে সরকার হাতে নিয়েছে কৃষি বান্ধব বিভিন্ন উদ্যোগ। কৃষকদের উন্নত প্রশিক্ষণের লক্ষ্যে মৌলভীবাজারের রাজনগরে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় রাজনগর কৃষি অফিসের সম্মুখভাগে ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণ কাজটি বাস্তবায়ন করছে গণপূর্ত বিভাগ।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা পাল, গণপূর্ত বিভাগ মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মুমিনুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত, ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান নকুল চন্দ্র দাশসহ প্রমূখ।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়