Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৯, ৪ ফেব্রুয়ারি ২০২২

শীতকালে বর্ষার মতো বৃষ্টি কৃষকের কপালে দিচ্ছে চিন্তার ভাঁজ

সারাদেশে তীব্র শীত অনুভূত হচ্ছে, এর মধ্যেই দেখা যাচ্ছে টানা বর্ষণ। দেশের বিভিন্ন যায়গায় বর্ষাকালের মতো এই বৃষ্টি কৃষকের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। অনাহূত এই বৃষ্টিপাত ফসলের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে ওঠতে পারে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দিনভর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হয়েছে। শীতকালের এই বৃষ্টিপাত দেখে মনে হচ্ছিল যেন বর্ষার বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়াও বয়েছে।

অসময়ের এই বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। সবচেয়ে দুশ্চিন্তায় পড়েছে কৃষকেরা। দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে উত্তরবঙ্গে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের কারণে ক্ষতির মুখে পড়েছে ফসল।

আলু, পেঁয়াজ ও সরিষার ফলন নিয়ে শঙ্কায় পড়েছেন চাষিরা। আলু তোলার সময় এই বৃষ্টিতে তাদের অনেক ক্ষতি হয়েছে। জমিতে পানি জমায় আলু পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে যেসব আলু হারভেস্ট করার পর্যায়ে এসেছে সেগুলোর সমস্যা হবে। যারা সরিষা চাষ করেছেন বৃষ্টির কারণে সেই সরিষাও মাটিতে পড়ে গেছে।

শনিবারও এমন আবহাওয়া থাকতে পারে জানিয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, ‘শৈত্যপ্রবাহ কেটে যাওয়ার পর দুয়েকদিন ধরে তাপমাত্রা বেড়েছে। তবে পশ্চিমা লঘুচাপের প্রভাবে আজ হালকা বৃষ্টি হচ্ছে, কালও থাকবে। রবিবার থেকে আকাশ পরিষ্কার হলেও তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়বে।’

শুক্রবার রাজশাহীতে ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বগুড়ায় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দিনাজপুরে ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত চার ঘণ্টায় ৩০ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

কৃষক হালচাষ করে, উৎসবে মেতে পেছনে পেছনে ঘুরে বেড়ায় ফিঙে পাখির দল

 

এক হাটে বাজার করবে বাংলাদেশ ও ভারতের মানুষ

মাসজুড়ে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলা নাটকের সব তারকারা

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়