Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

রাজন চন্দ, তাহিরপুর

প্রকাশিত: ২০:০৫, ৩ এপ্রিল ২০২২
আপডেট: ২০:০৫, ৩ এপ্রিল ২০২২

বাঁধ নির্মাণে অনিয়ম: হুমকির মুখে সাড়ে ৫ হাজার হেক্টর জমির বোরো ধান

তাহিরপুর উপজেলার বৃহৎ মাটিয়ান হাওরের ফসল রক্ষা বাঁধে ফাটল সহ সরু পথে পানি প্রবেশ করছে। ফলে হুমকির মুখে রয়েছে মাটিয়ান হাওরে চাষকৃত ৫ হাজার ৬০০ হেক্টর জমির বোরো ধান।

উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের আনন্দ নগর গ্রামের পাশে মাটিয়ান হাওর ফসল রক্ষা বাঁধ উপ প্রকল্পের ৪৪ নং প্রকল্পের বাঁধটির বিভিন্ন জায়গায় ফাটল সৃষ্টি হয়ে ঝুঁকিপুর্ন অবস্থায় রয়েছে।

শনিবার (২ এপ্রিল) গভীর রাতে আনন্দনগর গ্রামের পাশে ৪৪ নং পিআইসির ফসল রক্ষা বাঁধে ফাটল দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান।

পরে রাতেই বাঁধে গিয়ে তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউএনও স্থানীয় লোকজন সঙ্গে নিয়ে বাঁধ মেরামতের কাজ শুরু করেন। বাঁধে মাটির বস্তা, বাঁশের খুঁটি লাগানো হয়।

মাটিয়ান হাওরের কৃষক নাঈম হাসান জানান, ৪৪ নং প্রকল্পের দায়িত্বে থাকা পিআইসি সভাপতি ফিজিল মিয়া ও সদস্য সচিব কয়েছ মিয়া বাঁধ নির্মাণ কাজ নিয়ে শুরু থেকেই গাফলতি করেছেন। বাঁধ নির্মাণে অনিয়ম হওয়ার কারণেই আমরা এখন বোরো ফসল নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।

মাটিয়ান হাওর পাড়ের কৃষক বড়দল গ্রামের সাঞ্জব উস্তার বলেন, আনন্দ নগর গ্রামের বাঁধটি ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে।  আমরা শুনেছি বাঁধ নির্মাণের দায়িত্বে থাকা লোকজন গাফেলতি ও নির্মান কাজে অনিয়ম করেছেন।  পিআইসির দায়িত্বে থাকা লোকজন নিজেদের আখের গোছাতে গিয়ে মাটিয়ান হাওরের হাজার হাজার কৃষক এখন নিঃস্ব হওয়ার পথে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.  রায়হান কবির বলেন, মাটিয়ান হাওরের ৪৪ নং প্রকল্পের বাঁধটিতে ফাটল দেখা দিয়েছে। খবর পেয়ে রাতেই বাঁধটি রক্ষায় বস্তা, বাশ ও বাশের ছাঁটাই দিয়ে মেরামত করা হয়েছে। 

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল জানান, আনন্দ নগর গ্রামের পাশে বাঁধ দিয়ে সরু পথে পানি প্রবেশের খবর পেয়ে রাতেই বাঁধে যাই। গভীর রাতেই প্লাস্টিকের খালি বস্তা নিয়ে বাঁধ এলাকায় গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় বাঁধ রক্ষায় বিভিন্ন চেষ্টা করেছি। বাকিটুকু মহান স্রষ্টার ইচ্ছে।

প্রসঙ্গত, উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর মাটিয়ান হাওরের ৫ হাজার ৬০০ হেক্টর জমিতে বোরোধান আবাদ করা হয়েছে।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

রোজার বাজারে ২ কেজি মাংসে ৪০০ গ্রাম কম দিলেন ব্যবসায়ী, ভোক্তা অধিদপ্তরের অভিযান

নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?

ঐতিহ্যবাহী আলী আমজাদ স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা 

বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ে অন্ধ শিক্ষার্থীদের ক্ষিপ্রগতি দেখে সবাই মুগ্ধ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়