আইনিউজ ডেস্ক
চালের দাম সহনীয় রাখতে সব পদক্ষেপ নেওয়া হবে : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ফাইল ছবি
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কৃষককে ধানের ন্যায্যমূল্য দিতে সরকার ধান কিনে থাকে। খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের প্রান্তিক তালিকাভুক্ত কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশনা দিয়ে তিনি বলেন, কৃষককে কোনোভাবে হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আজ সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় বোরো ধান ও চাল সংগ্রহের বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ধানের যৌক্তিক মূল্য নির্ধারণ করা হয়েছে, এ দামে ধান বিক্রি করলে কৃষক লাভবান হবে। তিনি বলেন, খাদ্য গুদামে ধান বিক্রি করতে গিয়ে কোনো কৃষক যেন অসম্মানিত না হয় তা নিশ্চিত করতে হবে। সরকারের পাশাপাশি মিল মালিকেরাও এসময় ধান কিনে থাকে। সে কারণে কৃষক ন্যায্যমূল্য পাচ্ছে। ১৬ তারিখের মধ্যে মিল মালিকদের চুক্তি সম্পন্ন করার আহ্বান জানান মন্ত্রী।
মিল মালিকদের উদ্দেশ্যে করে খাদ্যমন্ত্রী বলেন, অহেতুক অবৈধ মজুদ করে সংকট সৃষ্টি করবেন না। চালের দাম সহনীয় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, খাদ্যশষ্যের ভান্ডার হিসেবে পরিচিত হাওর অঞ্চলে জমি পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় সংখ্যক পেডি সাইলো নির্মাণ করা হবে। এতে এ অঞ্চলে খাদ্য মজুদ ও সংরক্ষণ করা সম্ভব হবে।
- আরও পড়ুন - দেশের সকল বিমানবন্দরে বিটিভি দেখানোর নির্দেশ
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, ইঞ্জিনিয়ার মোয়াজ্জম হোসেন রতন এবং খাদ্য সচিব ড. নাজমানারা খানুম। এসময় জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, খাদ্য অধিদপ্তরের পরিচালক (সংগ্রহ) মোঃ রায়হানুল কবীর, পরিচালক মোঃ জামাল হোসেন, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক সিলেট মোঃ মাইন উদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক সাদ নাকিব উপস্থিত ছিলেন।
আইনিউজ/এমজিএম
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারে ট্যুরিস্ট বাস চালু
যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা
সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত
- বিভিন্ন ফলের ছবি নামসহ
- শিক্ষিত তরুণ কৃষি উদ্যােক্তা
কৃষিতে ঈর্ষণীয় সাফল্য, বছরে ৩০ লক্ষ আয় - এলাচ চাষ করবেন যেভাবে
- কমলগঞ্জে,
আমন ধানে মাজরা পোকার আক্রমণ, চিন্তায় আছেন কৃষকরা - প্লাস্টিক বোতলে সহজেই চাষ করুন পুঁই শাক
- দেশের বাজারে সারের দাম বেড়েছে আরও ৬ টাকা
- ঔষধি গুণধর কালো মোরগের চাষ হচ্ছে বাংলাদেশেও
- বাড়ির টবে ক্যাপসিকাম চাষ পদ্ধতি
- বঙ্গবন্ধু ব্রি ধান ১০০ চাষে সময় কম লাগে, খরচ বাঁচে
- বাড়ির ছাদে ড্রাগন ফলের চাষ পদ্ধতি