Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫,   আষাঢ় ২০ ১৪৩২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৮, ১৬ সেপ্টেম্বর ২০২০

বাহারছড়া চেকপোস্টে সিনহার বোনের অভিনব প্রতিবাদ

গত ৩১ জুলাই টেকনাফের বাহারছড়া পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। একমাত্র ভাইয়ের হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। যার বিচারকার্য চলছে।

ভাইয়ের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না বোন শারমিন। তিনি বিচারের জন্য দৌড়ঝাঁপ করছেন, চালিয়ে যাচ্ছেন প্রতিবাদ।

তারই পরিপ্রেক্ষিতে অংশ হিসেবে ঘটনাস্থল বাহারছড়া পুলিশ চেকপোস্টে বুকে ‘কাম ডাউন’ প্ল্যাকার্ড ঝুলিয়ে ভাই হত্যার অভিনব প্রতিবাদ জানিয়েছেন।

জানা গেছে, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান গাড়ি থেকে নামার সিগন্যাল পেয়ে দুই হাত ওপরে তুলে পিস্তল তাক করা লিয়াকতের উদ্দেশ্যে ‘কাম ডাউন’ বা শান্ত হওয়ার আহ্বান জানিয়ে নামেন। গাড়ি থেকে নামতেই তাকে পর পর চারটি গুলি করেন লিয়াকত।

সাক্ষীদের কাছ থেকে জানার পর ঘটনাস্থলে গিয়ে বোনের এ অভিনব প্রতিবাদ দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে ব্যাপকভাবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়